জাতীয় দলের নির্বাচক প্যানেল

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকছেন নান্নু-বাশাররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:33 মঙ্গলবার, 15 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের জাতীয় দলের নির্বাচকদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে মে মাসে। তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলই থাকছে। 

এই বিষয়টি মঙ্গলবারের বোর্ড সভা শেষে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন নান্নু-বাশারদের মেয়াদ বিশ্বকাপ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেছেন, 'এখন যেটা আছে ওইটা সময় শেষ এটা আপনারা জানেন। এই বোর্ডে আজকে সিদ্ধান্ত হয়েছে যে এই বিশ্বকাপ (টি-টোয়েন্টি বিশ্বকাপ) পর্যন্ত এবছরের এই পর্যন্ত এটাকে বৃদ্ধি করা হয়েছে। মানে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।'

নান্নু ও বাশার বেশ লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর মধ্যে গত জানুয়ারিতে চতুর্থ নির্বাচক হিসেবে যুক্ত করা হয়েছে আব্দুর রাজ্জাককে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও বাংলাদেশ দলের সামনে রয়েছে ব্যস্ত সূচি। মূলত এসব কারণেই আস্থা রাখা হয়েছে বর্তমান নির্বাচক কমিটির ওপর। সবকিছু ঠিক থাকলে নান্নু-বাশাররাই ঘোষণা করবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল।