বিসিবির কেন্দ্রীয় চুক্তি

দুই-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে কেন্দ্রীয় চুক্তি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:46 মঙ্গলবার, 15 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||  

মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাসিক সভা। এই সভায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম চূড়ান্ত হয়নি।

যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দুই একদিনের মধ্যেই চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করা হবে। মূলত কোন ক্রিকেট কোন কোন ফরম্যাটে খেলতে আগ্রহী এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ কারণেই ঝুলে আছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা। চুক্তিতে ১৮-২০ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন বলেও ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'যেটা নিয়ে এসেছি আমরা সেটা অনুমোদন করে নিয়ে এসেছি। করি নাই যে তা না। তবে যেহেতু এটার মধ্যে একটা দুইটা বিষয় ক্রিকেট অপারেশন্সের কাছে থেকে পরিষ্কারভাবে জানতে চাওয়া হয়েছে।'

জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে কারা কারা থাকবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা হলেও কিছু কিছু বিষয় নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড। এজন্য পূর্ণ তালিকা প্রস্তুতের জন্য ক্রিকেট অপারেসন্স কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন নাজমুল হাসান।

তিনি বলেন, 'চূড়ান্ত ধারণা নিয়ে কাল পরশুর মধ্যে আপনাদেরকে পুরো তালিকাটা দিতে পারব। তালিকাটা আমরা ঘোষণা করছি না আজকে, তবে হয়েছে। দুই একটা বিষয় নিয়ে স্পষ্টতার দরকার আছে একটু জানতে হবে।'