ভারতীয় ক্রিকেট

ধোনি-গাঙ্গুলি নয়, ভারতকে বদলে দিয়েছেন দ্রাবিড়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:41 সোমবার, 14 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতকে বদলে দেয়ার কারিগর ধরা হয় সৌরভ গাঙ্গুলি ও মহেন্দ্র সিং ধোনিকে। তবে ভারতীয় ক্রিকেটারদের মানসিকতা বদলে দেয়ায় কৃতিত্ব থেকে বঞ্চিত রাখা হয় বাকিদের। ভারতের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়না তাঁর জীবনীতে নতুন ভারতের রূপকার হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম উল্লেখ্য করেছেন।

২০০৭ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন দ্রাবিড়। সেবার গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হয়েছিল ভারতকে। তবে রায়না তাঁর জীবনীতে লিখেছেন, দ্রাবিড় ভারতের ক্রিকেটারদের পরিবারের মতো আঁকড়ে রেখেছিলেন। তিন ফরম্যাটের দল বানানোর জন্য দ্রাবিড়কে কৃতিত্ব দিয়েছেন তিনি।

২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ধোনি। সেদিনই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন রায়না। এখন তাঁর হাতে অনেক সময়। করোনার পরিস্থিতির মধ্যে নিজের জীবনী লিখতেই বেশি সময় পার করেছেন তিনি। ইতোমধ্যে প্রকাশ হয়েছে তাঁর জীবনীর কিছু অংশ। সেখানেই উঠে এসেছে দ্রাবিড়ের প্রশংসা।

রায়না লিখেছেন, ‘সাধারণত, মানুষ যখন গত ১০-১৫ বছরে ভারত দলের উত্থান নিয়ে কথা বলে, ধোনিকে কৃতিত্ব দেওয়া হয় অথবা তাঁর আগে গাঙ্গুলীর কথা বলা হয়। এমন এক দলের ভিত্তি গড়া ও ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কৃতিত্ব তাঁরাই পান। আমি কখনো এর সঙ্গে একমত নই। আমি কখনো বলি না, দাদা এই দল বানিয়েছেন। এটা সত্য, তিনি এবং ধোনি নেতৃত্ব দিয়েছেন এবং প্রভাব ফেলেছেন। কিন্তু তিন ফরম্যাটের জন্য পরিপূর্ণ দল বানানোর কৃতিত্ব রাহুল দ্রাবিড়ের।’

সেই সময়ের তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়লেও ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য পথ তৈরি করে দিয়েছিলেন দ্রাবিড়। তাই তাকে কৃতিত্ব দেয়া উচিত বলেও মনে করেন রায়না। তাঁর বিশ্বাস দ্রাবিড়ের সেই চেষ্টা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে পরবর্তী সময়ে।

রায়না আরও লিখেছেন, ‘তরুণেরা সব সময় তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিলেন। তাঁর অধীনে কাদের বেড়ে তোলা হয়েছে, দেখুন—এম এস ধোনি, ইরফান পাঠান, যুবরাজ, পীযূষ চাওলা, দিনেশ কার্তিক, মুনাফ প্যাটেল, এস শ্রীশান্ত এবং আমি। রাহুল ভাই জানতেন এই সাত বা আটটা ছেলে ভবিষ্যতে দলের মুখ হবে এবং আমাদের ঠিকঠাকভাবে গড়ে তোলার ব্যাপারটা নিশ্চিত করেছেন তিনি।’

ক্রিকেট ক্যারিয়ারের পাঠ চুকিয়ে ভারতের নতুন ক্রিকেটার তুলে আনার জন্য কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন দ্রাবিড়। তাঁর অধীনেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুইবার ফাইনালে ওঠে ভারত। তিনি ভারতীয় ক্রিকেটে স্বজনপ্রীতি দূর করে প্রতিভাবান ক্রিকেটার বের করে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ভারতের তরুণ ক্রিকেটারদের দলে নেয়ার জন্য নির্বাচকদের সঙ্গে দ্রাবিড়ের লড়াই প্রসঙ্গে রায়না লিখেছেন, ‘রাহুল ভাই ভারত দলে তরুণদের ঢোকানোর জন্য নির্বাচকদের সঙ্গে লড়তেন। আমাদের সব সময় একটা পরামর্শই দিতেন, যখন সম্ভব রঞ্জি ট্রফি খেল। সেখানে ভালো করতে থাক, বড় স্কোর কর এবং আবার ভারত দলে এসে খেল। তিনি দারুণ ম্যাচনির্ভর কোচ ও খেলোয়াড়।’