পিএসএল

পিএসএল থেকে সরে দাঁড়ালেন হাসান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:08 রবিবার, 13 জুন, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যক্তিগত কারণ দেখিয়ে পিএসএল থেকে সরে দাঁড়ালেন ইসলামাবাদ ইউনাইটেডের পেসার হাসান আলি। জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ইসলামাবাদ দলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে পাকিস্তানে ফিরে যাবেন তিনি।

ইসলামাবাদ দলের মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন হাসান। যেখানে তিনি জানান, 'আমি ইসলামাবাদ ইউনাইটেডের ভক্তদের বলতে চাই, ব্যক্তিগত কারণে আমি পিএসএলের বাকি ম্যাচ থেকে সরে দাঁড়াচ্ছি।'

তিনি আরো বলেন, 'ক্রিকেটের চেয়ে কিছু জিনিস বেশি গুরুত্বপূর্ণ। আর পরিবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়। আমাকে বোঝার জন্য, সমর্থন করার জন্য ইসলামাবাদ ইউনাইটেডের কাছে আমি কৃতজ্ঞ। এই দল সত্যিই পরিবারের মতো। এবং সব রকম ভাবে পাশে দাঁড়ায়। পিএসএলের বাকি ম্যাচের জন্য টিমকে অনেক শুভেচ্ছা।’

হাসান আলির না থাকায় ইসলামাবাদের জন্য সত্যিই বড় ধাক্কা। এই মুহূর্তে তারা পিএসএলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শনিবারই সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় হাসান তিন নম্বরে উঠে এসেছিলেন। ইতিমধ্যে তাঁর দখলে রয়েছে ১০ উইকেট।

পরিবারকে প্রাধান্য দিয়ে পিএসএল থেকে সরে দাড়ানো খবরে ইসলামাবাদের অধিনায়ক শাদাব খানকে পাশে পাচ্ছেন হাসান। সঙ্গে জানিয়েছেন ইসলামাবাদ ফ্র্যাঞ্চাইজি সবসময়ই তার ক্রিকেটারদের পরিবারের মতো আগলে রাখে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

শাদাব বলেন, ‘এই মুহূর্তে হাসানের অবস্থানটা ঠিক কী, সেটা বুঝতে পারছি। পরিবারের গুরুত্ব সব সময়ে সবার আগে হওয়া উচিত। ওর না থাকাটা টিমের জন্য এবং টুর্নামেন্টের জন্য সব সময়ে বড় ক্ষতি। ক্রিকেটের থেকেও কিছু জিনিস গুরুত্বপূর্ণ। ইসলামাবাদ ইউনাইটেড পরিবারের মতোই একে অপরের দেখাশোনা করে থাকে। ভবিষ্যতেও সেটা করবে।’