ডিপিএল

পরিত্যক্ত ব্রাদার্স-প্রাইম দোলেশ্বর ম্যাচও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:46 সোমবার, 31 মে, 2021

|| ক্রিকফ্রেঞ্চি ডেস্ক ||

অনেক বাঁধা-বিপত্তি কাটিয়ে গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আজ থেকে শুরু হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। কিন্তু শুরুর দিনেই বৃষ্টির বাঁধায় লেজেন্ডস অব রূপগঞ্জ বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ দুটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে সকাল ৯ টার ম্যাচে মুখোমুখি হয়েছিল লেজেন্ডস অব রুপগঞ্জ বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। একই ভেন্যুর ৪ নম্বর মাঠে এক অপরের মুখোমুখি হয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।

৩ নম্বর মাঠে টসে জিতে আগে ব্যাট করে নিজেদের ব্যাটিং ইনিংস শেষ করে ফেলেছিল ডিওএইচএস। কিন্তু চার নম্বর মাঠে নিজেদের ব্যাটিং ইনিংস শেষ করতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। টসে হেরে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৪ বলে ৭ উইকেটে ১২৭ রান সংগ্রহ করেছিল তারা।

এরপরই শুরু হয় বৃষ্টি, চলে ঘন্টা খানেক ধরে। বৃষ্টি থামলেও মাঠ থেকে যায় ভেজা। ফলে পরিত্যক্ত ঘোষণা করা হয় রূপগঞ্জ বনাম ডিওএইচএসের এবং ব্রাদার্স বনাম প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচ দুটি। এই দুই মাঠেই অবশ্য দিনের দ্বিতীয় খেলায় দুপুর দেড়টায় মুখোমুখি হবার কথা রয়েছে চারটি দলের।

বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্স। একই ভেন্যুর ৪ নম্বর মাঠে মোহামেডান স্পোটিং ক্লাবের বিপক্ষে লড়বে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। পরিত্যক্ত হবার আগে রূপগঞ্জের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওল্ড ডিওএইচএস।

মাহমুদুল হাসান জয়ের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭১ রান তুলেছে দলটি।জয় তিন নম্বরে নেমে শেষ পর্যন্ত ৫৪ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। রাকিন আহমেদের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৫ রানের ইনিংস।

তার ওপেনিং সঙ্গে আনিসুল ইমন ১৯ বলে ২৬ রানের বেশি করতে পারেননি। এ ছাড়া রায়হান রাফসানের ১১ ও প্রিতম কুমারের ব্যাট থেকে আসে ৮ রান। ডিওএইচএসের বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শহীদ, নাবিল সামাদ এবং সাব্বির রহমান।