ডিপিএল

মুশফিকের ব্যাটে আবাহনীর সহজ জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:13 সোমবার, 31 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জয়ের জন্য শেষ দুই ওভারে আবাহনী লিমিটেডের প্রয়োজন ছিল ১৪ রান। নাজমুল হোসেন মিলনের করা ইনিংসের নবম ওভারে  ১০ রান তুলেন মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন সৈকত। ফলে শেষ ওভারে ম্যাচ জিততে আবাহনীর দরকার ছিল মাত্র ৪ রান।

জয়নুল ইসলামের করা শেষ ওভারের প্রথম দুই বলে ৬ রান তুলে ৭ নিজেদের জয় নিশ্চিত করে আবহনী। ৭ উইকেটে জয় পাওয়ার দিনে ২৬ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন দলটির অধিনায়ক মুশফিক। ফলে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর শুরু করলো মুশফিকের দল।

জয়ের জন্য ২০ ওভারে ১২১ রানের প্রয়োজন হলেও বৃষ্টি আইনে পারটেক্সের বিপক্ষে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭০ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আবাহনীরও। ব্যক্তিগত ২ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এদিন থিতু হতে পারেননি আফিফ হোসেন ধ্রুবও। তিনিও ফিরেছেন ২ রান করে।

এক প্রান্তে দারুণ ব্যাটিং করলেও ১৭ বলে ১৯ রান করা নাইম শেখ সাজঘরে ফিরেছেন নিহাদ উজ জামানের বলে। তবে শেষ দিকে ২৬ বলে ৩৮ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন মুশফিক। তাঁর সঙ্গে ৪ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। পারটেক্সের হয়ে একটি করে উইকেট নিয়েছেন নিহাদ উজ জামান, শাহবাজ চৌহান ও ইমরান আলি।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পারটেক্স। ব্যক্তিগত মাত্র ১ রানে মেহেদি হাসান রানার বলে মোসাদ্দেক হোসেনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সায়েম আলম রেজভি। এরপর ব্যক্তিগত ৬ রানে আঘাত পেয়ে মাঠ ছাড়েন নিহাদ উজ জামান।

সেই সময় দলের হাল ধরেন তাসামুল হক। পারটেক্সের এই অধিনায়ক এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। তবে শেষ দিকে তাসামুলকে বেশ ভালোভাবে সঙ্গ দিয়েছেন মঈন খান। শহিদুল ইসলামের বলে ফেরার আগে ২৫ বলে ২২ রান করেছেন তিনি।

এ ছাড়া আব্বাস মুসা আলভি করেছেন ১১ রান। দলটির হয়ে অপরাজিত ৬৫ রানের ইনিংসটি এসেছে কর অধিনায়ক তাসামুলের ব্যাট থেকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২০ রান তুলেছিল পারটেক্স। আবাহনীর হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও রানা। আর একটি উইকেট নিয়েছেন শহিদুল।

সংক্ষিপ্ত স্কোর:

পারটেক্স স্পোর্টিং ক্লাব: ১২০/৫ (ওভার ২০) ( তাসামুল ৬৫*, মঈন ২২, মুসা ১১, তাইজুল ২/১২, রানা ২/৩১)

আবাহনী লিমিটেড: ৭২/৩ (ওভার ৯.২) (মুশফিক ৩৮*, নাইম ১৯, ইমরান ১/১১, শাহবাজ ১/১১)