ডিপিএল

বললেই সেরা ফিনিশার হব এটা কঠিন: সাইফউদ্দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:57 রবিবার, 30 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে খেলে থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাটিংটাও পারেন বেশ, খেলে থাকেন ব্যাটিং অর্ডারের ৮ নম্বর পজিশনে। এই পজিশনে নিজের সেরাটা দিতে না পারলেও চেষ্টা করেন দলের প্রয়োজনে ব্যাট হাতে অবদান রাখতে। তাই সেরা ফিনিশার হওয়ার চ্যালেঞ্জটা ভালোই জানা তার।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পরেছিলেন সাইফউদ্দিন। প্রথম ম্যাচে ৮ নম্বরে নেমে ৯ বলে ১৩ রান করে অপরাজিত থাকলেও দ্বিতীয় ম্যাচে ৩০ বলে করেছেন ১১ রান। লোয়ার অর্ডারে ব্যাটিং করায় সাইফউদ্দিনের কাছে প্রত্যাশার চাপটা থাকে বেশি।

কম বলে বেশি রান করার যেমনি তাঁড়া থাকে তেমনি লক্ষ্য ছুঁতে খেলতে হয় ম্যাচের পরিস্থিতি বুঝে। সাইফউদ্দিনও জানেন আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ফিনিশার হওয়াটা বেশ কঠিন। পর্যাপ্ত সুযোগ পেলে প্রমাণ করবেন সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে জানালেন এমন কথাই।

সাইফউদ্দিন বলেন, 'সন্তুষ্টি বললে একেবারেই না। কিছুই করতে পারিনি, এটা সত্য। আর উন্নতির তো শেষ নেই। উন্নতির কথা মুখে বললে হবে না। নিজের তাগিদ থাকতে হবে। আর ম্যাচ ও অনুশীলনে অনেক সুযোগ পেতে হবে। আজ-কাল বললাম আর এক সপ্তাহ বা মাসের মধ্যে সেরা ফিনিশার হয়ে যাব এটা কঠিন।'

তিনি আরো বলেন, 'হয়ত ঘরোয়া ক্রিকেটে নিজেকে কিছুটা প্রমাণ করতে পেরেছি। আন্তর্জাতিক পর্যায়ে ফিনিশারের ভূমিকা পালন করতে হলে আরও বড় ভূমিকা পালন করতে হবে, আরও অনেক বেশি সুযোগ পেতে হবে; সেটা প্র্যাকটিস হোক বা ম্যাচে হোক।'