ডিপিএল

ডিপিএল দিয়ে সাকিব-তামিমদের বিশ্বকাপের প্রস্তুতি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:20 রবিবার, 30 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আইসিসির এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

ঘরের মাঠে বিশ্বের বড় তিন প্রতিপক্ষের বিপক্ষে খেলার আগে সোমবার থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হওয়ায় বিশ্বকাপ ও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সিরিজের জন্য ভালো প্রস্তুতি হবে বলে মনে করেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।

এ প্রসঙ্গে ইনাম বলেন, ‘আমি মনে করি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি, নিউজিল্যান্ডও ইংল্যান্ড সিরিজের জন্য ভালো প্রস্তুতি হবে এবং আসন্ন বিশ্বকাপের জন্যও।’

ব্যস্ত সূচির কারণে ডিপিএলে নিয়মিত খেলতে দেখা যায় না বাংলাদেশের জাতীয় দলের সব ক্রিকেটারদের। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর আগামী এক মাসে কোন সিরিজ না থাকায় খেলতে দেখা যাবে জাতীয় দলের সব ক্রিকেটারকে।

যে তালিকায় রয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মতো ক্রিকেটাররা। এবারের আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সাকিব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে তামিম, আবাহনী লিমিটেডে মুশফিক ও গাজী গ্রুপ ক্রিকেটার্সে খেলবেন মাহমুদউল্লাহ।

সাকিব-তামিমদের মতো তারকা ক্রিকেটাররা এবারের আসর খেলায় রোমাঞ্চিত ইনাম। তাঁর ভাষ্যমতে, ‘আমি রোমাঞ্চিত যে জাতীয় দলের সব খেলোয়াড়ই এবার খেলছে, যেখানে সাকিব, তামিম, মুশফিক এবং রিয়াদ রয়েছে। অনেক সময় আমরা তাদেরকে পাই না এবং ভবিষ্যত ব্যস্ত সূচির কারণে তাঁদের নিয়ে নিশ্চয়তাও দিতে পারি না।’