ঘুরে ফিরে সাতেই ব্যাট করতে হবে: সাইফউদ্দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:30 রবিবার, 30 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে ৫-৬ নম্বরে ব্যাট করার আগ্রহের কথা জানিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। সোমবার থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও উপরে ব্যাট করার অনুরোধ জানিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

জাতীয় দলে নিয়মিত তাকে ৭-৮ নম্বরে ব্যাট করতে দেখা যায়। এমনকি ঘরোয়া ক্রিকেটেও তিনি উপরে ব্যাট করার সুযোগ পান না। এ নিয়ে আফসোস করেছেন সাইফউদ্দিন। ডিপিএলের গত কয়েক আসরে আবাহনীর হয়ে খেলেছেন তিনি।

করোনার প্রকোপের কারণে এক রাউন্ড পরেই স্থগিত হয়েছিল ডিপিএলের গত আসর। তবে সেই এক ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন সাইফউদ্দিন। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তিনি খেলেছিলেন ১৫ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস।

তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৫ ছক্কায়। সাইফউদ্দিনের বিশ্বাস এই ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে তাকে উপরে খেলার সুযোগ দিলে দলের জন্য ব্যাট হাতেও অবদান রাখতে পারবেন তিনি। 

এ প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, 'সুযোগ আসবে না, এটাই বাস্তবতা। শুধু শুধু বলে তো লাভ নেই! ঘুরে-ফিরে সাতেই ব্যাট করতে হবে। অবশ্যই টিম ম্যানেজমেন্ট আফিফের আগে আমাকে নামাবে না। তারপরও এক-দুইটা ম্যাচে সুযোগ দেওয়ার জন্য টিম মেনেজমেন্টকে অনুরোধ করবো। যদি দল সুযোগ দেয়, যেহেতু গতবার আবাহনীর হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছি। যদি উনারা মনে করে তাহলে অবশ্যই। আমি ওপরে খেলতে আগ্রহী।'

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাথায় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সাইফউদ্দিন। ফিজিও তাকে ঝুঁকি না নেয়ার পরামর্শ দিয়েছিলেন। এর ফলে শেষ ওয়ানডে খেলেননি তিনি। সাইফউদ্দিন জানিয়েছেন তিনি এখন সুস্থ।