ঢাকা প্রিমিয়ার লিগ

করোনা আক্রান্ত হওয়ায় ডিপিএলের শুরুতে খেলা হচ্ছে না ইমরুলের

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 21:18 শনিবার, 29 মে, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে শুক্রবার একাধিক ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসেন ইমরুল কায়েস। প্রথম দফায় পজিটিভ এলেও দ্বিতীয় দফায় আবার নেগেটিভ আসে বাঁহাতি এই ব্যাটসম্যানের।

শনিবার বিকেলে আরও কয়েকবার করোনা পরীক্ষা করেছেন ইমরুল। যেখানে ৪ বারে ৩বার পজিটিভ এসেছেন তিনি। ফলে ডিপিএলের শুরুর কয়েক রাউন্ডে খেলতে পারবেন না জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার।

করোনা পজিটিভ আসার বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে ইমরুলই নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'শুক্রবার প্রথম পরীক্ষায় আমার পজিটিভ আসে। আবার দ্বিতীয়টিতে নেগেটিভ। আজ আরও কয়েকবার টেস্ট করিয়েছি'

'যেখানে ৪ বারে ৩বার পজিটিভ এসেছে। যে কারণে আপাতত প্রিমিয়ার লিগে খেলতে পারছি না। আশা করছি সুস্থ হওয়ার পর আবারও প্রিমিয়ার লিগে খেলতে পারব। আপাতত বাসায় আইসোলেশনে আছি' ইমরুল আরও যোগ করেন।

২৮ মে মোট ৩৩১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যেখানে ইমরুল ও তুষার ছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন আরও তিনজন সাপোর্ট স্টাফ। এর আগে ২৬৯জন ক্রিকেটারের করোনা পরীক্ষায় ৯জন পজিটিভ এসেছিলেন। তবে দ্বিতীয় পরীক্ষায় তারা সবাই আবার নেগেটিভ হয়েছিলেন। 

আগামী ৩১ মে থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) স্থগিত হওয়া আসর। তিনটি ভেন্যুতে হবে ম্যাচগুলো। প্রতিদিন রয়েছে ৬টি ম্যাচ। গেল বছর করোনার প্রকোপে মাত্র এক রাউন্ড পরই স্থগিত হয়েছিল টুর্নামেন্টটি। এবার সেই আসরটি শুরু হচ্ছে তবে ফরম্যাট বদলে হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।