বাংলাদেশ-শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত: সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:15 শনিবার, 29 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত এই সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে তামিম ইকবালের দল।

লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ নিয়ে গর্বিত হওয়া উচিত মনে করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের দল মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠানে একথা বলেছেন তিনি।

লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে।

সেই সঙ্গে আরও ১০ পয়েন্ট বাড়িয়ে শীর্ষে নিজেদের জায়গাটা পাকাপোক্ত করার সুযোগ ছিল বাংলাদেশের। তবে তৃতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ হেরে যায় ৯৭ রানে। এই অপূর্ণতা থাকলেও এই সিরিজ থেকে গর্ব খুঁজে পাচ্ছেন সাকিব।

এ প্রসঙ্গে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, 'আমার তো মনে হয় খুবই ভালো, প্রথমবার শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতলাম। অবশ্য এটাও বলতে হবে, শ্রীলঙ্কা তাদের সেরাটা খেললে ফলটা ভিন্ন হতে পারতো। তবে সব মিলিয়ে যে সিরিজ গিয়েছে , সেটা নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত, এখান থেকে সামনে যাওয়া উচিত।' 

লঙ্কানদের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজে ব্যাট-বলে ব্যর্থ হয়েছেন সাকিব। তিন ম্যাচে মোটে তাঁর ব্যাট থেকে এসেছে ১৯ রান। আর বল হাতে নিয়েছেন মাত্র ৩ উইকেট। সিরিজের শেষ ম্যাচে কোনো উইকেটই পাননি তিনি।

এমন পারফরম্যান্সের পরও আসন্ন প্রিমিয়ার লিগে ব্যাটে বলে পারফর্ম করতে আশাবাদী সাকিব। ডিপিএলকে প্রাধান্য দিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবারের আসরে তিনি খেলবে ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে। দলটির হয়ে অধিনায়কত্বও করতে দেখা যাবে তাকে।