বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

লিটন স্পেশাল, আরও সুযোগ পাবে নাইম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:49 শনিবার, 29 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ কিছুদিন ধরে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারায় তৃতীয় ম্যাচের একাদশ থেকে জায়গা হারাতে হয়েছিল। একাদশ থেকে জায়গা হারালেও দলের ভাবনার বাইরে চলে যাননি বলে জানিয়েছেন তামিম ইকবাল। ম্যাচ শেষে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন যে, লিটন স্পেশাল একজন।

গেল বছরের জিম্বাবুয়ে সিরিজের পর থেকে ব্যাট হাতে ব্যর্থ লিটন। করোনাকালীন ক্রিকেটে ফিরে ৮টি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে কোন ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারেননি। লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় তাই অনুমেয়ভাবেই একাদশ থেকে জায়গা হারাতে হয়েছে।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লিটনকে বাদ দেয়াটা যৌক্তিক মনে করছেন তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, লিটন যথেষ্ট সুযোগ পেয়েছে, এখন অন্য আরেকজনের সুযোগ পাওয়া উচিত। তবে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে, লিটনের এখানেই শেষ নয়।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে তামিম বলেন, ‘লিটন যথেষ্ট সুযোগ পেয়েছে, আমার কাছে মনে হয়। সম্ভবত ৮-৯টা ম্যাচ খেলেছে (রান না পেয়ে)। দুর্ভাগ্যজনকভাবে, ও নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি। তার মানে এই নয় যে, এটিই লিটনের শেষ। আমরা জানি সে কতটা ভালো, কতটা স্পেশাল। এখন একজন ক্রিকেটারের ৭-৮টি ম্যাচ হয়ে যায় (ব্যর্থ), আমাদের মনে হয়েছে যে আরেকজনকে সুযোগ দেওয়া উচিত।’

লিটন বাদ পড়ায় সিরিজের তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েছিলেন নাইম শেখ। তবে ১৫ সদস্যের দলে ওপেনার হিসেবে সৌম্য সরকার থাকার পরও নাইমকে একাদশে সুযোগ দেয়া হয়। সৌম্য থাকার পরও স্ট্যান্ডবাই থাকা নাইমকে নেয়ার কারণ হিসেবে তামিম জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচে ও নেটে ব্যাটিং দেখে দলের সবার মনে হয়েছে তাঁকে সুযোগ দেয়া উচিত।

তামিম বলেন, ‘সৌম্য নাকি নাইম, এটা নিয়ে বলতে পারেন অবশ্যই। কিন্তু আমিসহ সবারই মনে হয়েছে, নাঈমের একটি সুযোগ পাওয়া উচিত। সম্প্রতি প্রস্তুতি ম্যাচে ও নেটে যা দেখেছি, সে খুব ভালো ব্যাট করছিল। আজকে দুর্ভাগ্যজনকভাবে সে রান করতে পারেনি। তবে কেবল তো প্রথম ম্যাচ। আশা করি সে আরও সুযোগ পাবে।’