বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

সাকিব অবশ্যই ফিরবে, বিশ্বাস পাপনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:31 শনিবার, 29 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের সঙ্গে আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে বাংলাদেশ। ঘরের মাঠে আরও একটি সিরিজ জিতলেও এখনও নিজের পুরনো রূপে ফিরতে পারেননি সাকিব আল হাসান। তবে তিনি দ্রুতই ফিরবেন বলে বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন সাকিব। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে বল হাতে মিতব্যয়ী হলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। যেখানে নিজের প্রত্যাবর্তনের টুর্নামেন্টে ব্যাট হাতে ৯ ম্যাচে ১১০ রান করার সঙ্গে নিয়েছিলেন ৬ উইকেট।

এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা দারুণ কাটিয়েছিলেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৩ ম্যাচে ১১৩ রান করার সঙ্গে ৬ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ সেরা। তবে লঙ্কানদের বিপক্ষে দেখা মিলেনি পুরনো সাকিবের। পুরো সিরিজ তিন ম্যাচে ১৯ রান করার সঙ্গে নিয়েছেন ৩ উইকেট।

যদিও সাকিবের এমন পারফরম্যান্সে চিন্তার কোন কারণ দেখছেন না বোর্ড সভাপতি পাপন। ম্যাচ শেষে এ প্রসঙ্গে পাপন বলেন, ‘সাকিবে ব্যাপারটা হলো, ওকে নিয়ে মন্তব্য করার কোনো কারণ... ওকে নিয়ে আমি চিন্তিত নই একেবারেই। কারণ ও (সাকিব) হলো অবশ্যই আমাদের সেরা অলরাউন্ডার। ওর সামর্থ্য নিয়েও আমাদের কারও কোনো চিন্তা ভাবনা নেই বা দ্বিধাদ্বন্দ্ব। সাকিব অবশ্যই ফিরবে। এখন হয়তো, সে হয়তো ছন্দটা পাচ্ছে না। কিন্তু সে অবশ্যই ফিরবে। এটাতে কোনো সন্দেহ নেই।’

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিলেও শেষ ম্যাচে হেরেছে বাংলাদেশ। এদিন মাঠে বসে সাকিব-মুশফিকুর রহিমদের খেলা দেখেছেন পাপন। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছে, ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং, কোন বিভাগেই ঠিকঠাক মতো খেলতে পারেনি বাংলাদেশ।

পাপন বলেন, ‘যত ভালো দলই হোক না কেন, জিততে হলে ভালো খেলতেই হবে। আমি আগেও বলেছি, শ্রীলঙ্কা দলটা শক্তিশালী। আমরা প্রথম দুই ম্যাচে প্রত্যেকটা বিভাগে মোটামুটি ভালো করেছি। আজকে সেদিক দিয়ে আমরা পারিনি। বোলিং, ফিল্ডিং, ব্যাটিং কোনোটিই ঠিকঠাক হয়নি। কৃতিত্ব অবশ্যই দিতে হবে শ্রীলঙ্কান দলকে। কিন্তু আমাদের যে সামর্থ্য ছিল, সে অনুযায়ী করতে পারিনি।’