বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

তরুণদের দিকে আঙুল তুলতে চান না তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:44 শনিবার, 29 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিনের প্রশ্ন সিনিয়র ক্রিকেটারদের ওপর থেকে অতি নির্ভরতা শেষ হবে কবে? ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলেও উত্তরে মেলেনি দীর্ঘদিন ধরে ঘুরপাক খাওয়া সেই প্রশ্নের। প্রতিবারের ন্যায়  এবারও সিনিয়রদের ওপর নির্ভর করেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

বল হাতে মেহেদি হাসান মিরাজ সঙ্গ দিলেও ব্যাট হাতে একেবারে ব্যর্থ তথাকথিত তরুণ লিটন দাস, আফিফ হোসেন ধ্রুবরা। তবে এখনই তরুণদের নিয়ে আশাহত হচ্ছেন না তামিম ইকবাল। বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক তাঁদের ওপর বিশ্বাস রাখতে চান।

পুরো সিরিজে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন মুশফিকুর রহিম। ফলে সিরিজে সবচেয়ে বেশি রান করে নায়ক বনে গিয়ে হয়েছেন সিরিজ সেরা। মুশফিকের মতো ব্যাট হাতে পারফর্ম করেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তামিম পরের দুই ম্যাচে রান করতে না পারলেও প্রথম ম্যাচে পেয়েছিলেন হাফ সেঞ্চুরি।

চার সিনিয়রের মাঝে ব্যাট হাতে ব্যর্থ কেবল সাকিক আল হাসান। লঙ্কানদের বিপক্ষে পুরো সিরিজেই ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজেছেন। তরুণদের মাঝে লিটন প্রথম দুই ম্যাচে ‍সুযোগ পেলেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে জায়গা হারান।

তাঁর বদলি হিসেবে মোহাম্মদ নাইম সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে পারেননি। আফিফ প্রথম ম্যাচে দারুণ শুরু করলেও পরের দুই ম্যাচে একেবারে ব্যর্থ। এদিকে এক ম্যাচ খেলেই দল থেকে জায়গা হারিয়েছিলেন মোহাম্মদ মিঠুন। তাঁর জায়গায় খেলা মোসাদ্দেক হোসেন শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও নিজের প্রথম ম্যাচে ছিলেন ব্যর্থ।

শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও আউট হয়েছেন একেবারে বাজেভাবে। আরও একটা সিরিজ শেষ হওয়ার পর প্রশ্ন থেকেই যাচ্ছে সিনিয়রদের ওপর থেকে অতি নির্ভরতা শেষ হবে কবে? ওয়ানডে অধিনায়ক তামিমকেও এমন প্রশ্নই ছুঁড়ে দেয়া হয়েছিল। ​

ম্যাচ শেষে এ প্রসঙ্গে তামিম বলেন, ‘তা বটে (দুর্ভাবনার)… এখনও পর্যন্ত তারাই (সিনিয়ররা) বড় অবদানগুলো রাখছে। তবে সবসময়ই বলে আসছি, আমি এমন একজন যে তরুণদের ওপর বিশ্বাস রেখে যাব। আমি এমন নই যে তাদের দিকে আঙুল তুলব। জানি, কতটা কষ্ট তারা করে। তারা পারফর্ম করা শুরু করলেই আমরা আরও অনেক ভালো দল হয়ে উঠব। কেউ ভালো না করলে সমালোচনা করা খুব সহজ। আমি এমন নই যে নিজের ক্রিকেটারদের সমালোচনা করব।’