সিপিএল

এক মৌসুম পর সিপিএলে ফিরলেন গেইল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:57 বৃহস্পতিবার, 27 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলের জুড়ি মেলা ভাড়। বয়স চল্লিশ পেরিয়ে গেলেও এখনও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন বাঁহাতি এই বিস্ফোরক ব্যাটসম্যান। এক মৌসুম পর আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফিরলেন তিনি।

সিপিএলের গেল আসরে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছিলেন গেইল। তবে এবারের আসরকে সামনে রেখে নিজের পুরনো দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের এই দানবীয় ব্যাটসম্যান। গেইলের ফেরার বিষয়টি নিশ্চিত করেছে সিপিএল কতৃপক্ষ।

সেন্ট কিটসের হয়ে খেলা ছাড়াও এর আগে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন গেইল। দলটির হয়ে টুর্নামেন্টের প্রথমভাগের চার মৌসুম খেলেছেন সিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকারী এই ব্যাটসম্যান। যেখানে জ্যামাইকার হয়ে দুইবার শিরোপাও জিতেছেন।

পঞ্চম মৌসুমে সেন্ট কিটসে যোগ দিয়েছিলেন গেইল। ২০১৭ সালে দলটির অধিনায়কত্ব করার সঙ্গে ব্যাট হাতে দারুণ করে দলকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিলেন তিনি। তবে ২০১৯ সালে আবারও ঘরের ফ্র্যাঞ্চাইজি জ্যামাইকায় ফিরেছিলেন তিনি। কিন্তু ওই মৌসুমে ব্যাট হাতে ভালো না করায় তাঁকে ছেড়ে দিয়েছিল দলটি।

যদিও সেখানে কারণ হিসেবে জাতীয় দলের সাবেক সতীর্থ ও দলটির ওই সময়ের কোচ রামনারেশ সারওয়ানকে দায়ী করেছিলেন তিনি। জ্যামাইকা ছেড়ে দিলে তাঁকে লুফে নেয় সেন্ট কিটস। কিন্তু সেবার ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিলে তাঁর সার্ভিস পায়নি দলটি।

এদিকে সিপিএলে ফিরেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। যিনি এবারের আসরে খেলবেন তাঁর পুরনো দল জ্যামাইকার হয়ে। এ ছাড়া সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলবেন ফাফ ডু প্লেসি। ২০১৬ মৌসুমে দলটির হয়ে খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার এই ডানহাতি ব্যাটসম্যান। যেখানে ১০ ম্যাচে করেছিলেন মোটে ১৭৯ রান।