বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

সাকিব-মুশফিকদের এমন পারফরম্যান্সে অবাক হননি আর্থার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:14 বৃহস্পতিবার, 27 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিদেশের মাটিতে খুব বেশি সাফল্য না থাকলেও ঘরের মাঠে দুর্দান্ত বাংলাদেশ। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে গেল কয়েক বছর ধরে দারুণ করছে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। চলমান শ্রীলঙ্কা সিরিজেও ব্যাটে-বলে দাপট দেখাচ্ছে তামিম ইকবালের দল। বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করেছে বলে দাবি করেছেন শ্রীলঙ্কার প্রধান কোচ মিকি আর্থার।

২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের দল গোছাতে শুরু করেছে শ্রীলঙ্কা। যে কারণে অ্যাঞ্জেলো ম্যাথুস ও দীনেশ চান্দিমালের মতো সিনিয়র ক্রিকেটারদের রেখে বাংলাদেশ সফরে তারুণ্য নির্ভর দল পাঠিয়েছে তাঁরা। লঙ্কানদের তুলনায় অভিজ্ঞতার দিক থেকে বেশ এগিয়ে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে খেলতে আসা শ্রীলঙ্কা দলে অভিজ্ঞতায় সবচেয়ে এগিয়ে একশোর অধিক ম্যাচ খেলা কুশল পেরেরা। বিপরীতে সাকিব, তামিম ও মুশফিকরা খেলেছেন দুইশোর অধিক ম্যাচ। দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও খেলেছেন প্রায় দুইশোর মতো ম্যাচ।

অভিজ্ঞতায় এগিয়ে থাকায় বাংলাদেশের কাছে কঠিন প্রতিদ্বন্দ্বীতা আশা করেছিলেন আর্থার। প্রথম দুই ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে না পারলেও লঙ্কানদের বিপক্ষে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল বলে দাবি করেছেন তিনি।

এ প্রসঙ্গে আর্থার বলেন, ‘সাকিব, তামিম ও মুশফিক ২০০ এর বেশি ম্যাচ খেলেছে। মাহমুদউল্লাহও ২০০ ম্যাচ খেলার দ্বারপ্রান্তে। মুস্তাফিজ ও মেহেদি (হাসান মিরাজ) নিজেদের কন্ডিশনে এখন দারুণ ইউনিট। আমরা বাংলাদেশের সঙ্গে বেশ কঠিন প্রতিদ্বন্দ্বীতা আশা করছি। আর তারা সেটাই আমাদের দিয়েছে।'

সিরিজের প্রথম দুই ম্যাচে মূলত বাংলাদেশের স্পিনারদের কাছেই হেরেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচে শ্রীলঙ্কার ১৯ উইকেটের মাঝে ১০ উইকেট নিয়েছে বাংলাদেশের স্পিনাররা। যেখানে মেহেদি হাসান মিরাজ নিয়েছেন সাত উইকেট আর সাকিবের সংগ্রহ তিন উইকেট। সাকিব-মিরাজকে সামলাতে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের সংগ্রাম করতে হয়েছে বলে স্বীকার করেছেন আর্থার।

তিনি বলেন, ‘স্পিনারদের (সাকিব-মিরাজ) সামলাতে আমাদের সংগ্রাম করতে হচ্ছে। যা আমাকে বেশ আশ্চর্য করেছে। নেটে আমি যে ব্যাটসম্যানদের দেখি, মাঠে তারেই একেবারে অন্যরকম। অথচ নেটে তারা দারুণ সাবলীল। হতে পারে চাপ কিংবা ব্যর্থতার ভয় থাকতে পারে তাদের মনে, এসব মন থেকে দূরে সরাতে হবে। তারা বেশ দক্ষ ব্যাটসম্যান, বিশেষ করে স্পিনের বিরুদ্ধে। তারা এখন পর্যন্ত সেটা দেখাতে পারেনি, কিন্তু আমি আগামীকাল সত্যি খুব ভালো পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছি।’