বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

সাকিব ১০-১২ বছর ধরে এক নম্বর অলরাউন্ডার, এটা জোক না: মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:54 বৃহস্পতিবার, 27 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দীর্ঘদিন ধরেই দাপট দেখাচ্ছেন সাকিব আল হাসান। গেল ১০-১২ বছরে সবচেয়ে বেশি সময় অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে রেখেছেন তিনি। যা কিনা ক্রিকেট ইতিহাসে রেকর্ড। মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন, ১০-১২ বছর শীর্ষ অলরাউন্ডার হিসেবে থাকাটা জোক নয়।

রেকর্ড, পরিসংখ্যান ও অর্জনের দিক থেকে সাকিবকে বলা হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার। ক্যারিয়ারের শুরুতে স্পিন বোলার হিসেবে প্রাধান্য পেলেও সময়ের পালা বদলে নিজেকে গড়ে তুলেছেন একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে।

দুর্দান্ত ব্যাটিং, বুদ্ধিদীপ্ত বোলিং, সঙ্গে অসাধারণ ফিল্ডিং সব মিলিয়ে আক্ষরিক অর্থেই সাকিব দারুণ একজন অলরাউন্ডার। শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও সময়ের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন তিনি। অভিষেকের পর থেকেই আইসিসির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দাপট দেখাচ্ছেন সাকিব।

২০০৯ সালের ২২ জানুয়ারি প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে আসেন তিনি। আর ২০১১ সালে টেস্টে শীর্ষস্থান দল করেছিলেন সাকিব। এদিকে সাকিব ২০১৫ সালের জানুয়ারিতে আইসিসির খেলোয়াড়দের র‍্যাঙ্কিং অনুসারে তিন ফরম্যাটে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এক নম্বর অলরাউন্ডার হয়েছিলেন তিনি।

২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে সময়টা খুব বেশি ভালো না গেলেও আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। চলমান শ্রীলঙ্কা সিরিজে এখন পর্যন্ত ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। বল হাতে দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে নিলেও ব্যাট হাতে ছিলেন অনুজ্জ্বল। তবে সিরিজের শেষ ম্যাচে সাকিব ভালো করবে বলে বিশ্বাস করেন মাহমুদউল্লাহ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব নিয়ে বলার কিছু নাই। সে তার খেলাটা ভালো বুঝে। ও জানে কখন কি করা প্রয়োজন। একটা ছেলে ১০-১২ বছর ধরে এক নম্বর অলরাউন্ডার হয়ে আছে এটা কোন জোক না। ও জানে ওর ব্যাটিং কখন করা প্রয়োজন, কখন কতটুকু ব্যাটিং করলে ওর জন্য ভাল হবে। হয়ত বা প্রথম ম্যাচে ভাল একটা শুরু পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। কিন্তু আমি খুবই নিশ্চিত যে কালকের ম্যাচে ভাল ইনিংস খেলবে।’