সিপিএল

সিপিএলে পুরনো ঠিকানায় ফিরলেন সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:48 বৃহস্পতিবার, 27 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পুরনো ঠিকানায় ফিরলেন সাকিব আল হাসান। ২০২১ মৌসুমের জন্য তাকে দলে নিয়েছে জামাইকা তালাওয়াস। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে সিপিএল কতৃপক্ষ। 

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া ১ বছরের নিষেধাজ্ঞার কারণে সিপিএলের গত আসরে খেলতে পারেননি সাকিব। আসন্ন মৌসুমের জন্য তাকে আবারো দলে নিয়েছে জামাইকা।

এর আগে ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা এই অলরাউন্ডার ২০১৬ এবং ১৭ সালে জামাইকার হয়ে সিপিএলে মাঠ মাতিয়েছিলেন। ২০১৬ মৌসুমে দলটিকে করেছিলেন চ্যাম্পিয়নও। সেবার জ্যামাইকার হয়ে ১৩ ম্যাচ খেলেছিলেন সাকিব।

২০১৭ সালের আসরে দলটির হয়ে খেলেছিলেন ৩ ম্যাচ। ৩ বছর বিরতি শেষে আবার ২০২১ এ জ্যামাইকা শিবিরে বাংলাদেশি অলরাউন্ডার। যদিও সর্বশেষ ২০১৮ এবং ১৯ সালে খেলেছিলেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে।

২০১৩ সালে এই বার্বাডোজের হয়েই তার ৬ রানে ৬ উইকেট টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এখন পর্যন্ত সাকিব এই টুর্নামেন্টে বার্বাডোজ ও জামাইকার হয়ে ম্যাচ খেলেছেন ৩০টি।

১৬.৮৬ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৩৫৪ রান। যেখানে স্ট্রাইক রেট ছিল ১০২.৯১। যদিও বল হাতেই বেশি সফল তিনি। সমান সংখ্যক ম্যাচ খেলে ৬.৭৫ ইকোনমি রেটে শিকার করেছেন ২৯টি উইকেট।