শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ

ম্যাচ শেষ করতে না পারায় হতাশ মুশফিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:43 মঙ্গলবার, 25 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সেঞ্চুরি করে বাংলাদেশের বিপর্যয় সামাল দেয়ার সঙ্গে দলকে লড়াইয়ের মতো সংগ্রহ এনে দিয়েছিলেন মুশফিকুর রহিম। তবে ম্যাচ শেষ করে আসতে না পারায় হতাশা প্রকাশ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মাত্র ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিংয়ে ধুঁকছিল বাংলাদেশ। চারে ব্যাট করতে নেমে দলকে সেখান থেকে টেনে তুলেন মুশফিক। তাঁকে বেশ ভালোভাবে সঙ্গ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁদের দুজনের ৮৭ রানের জুটির ওপর ভর করেই বাংলাদেশ ২৪৬ রানের সংগ্রহ পায়।

হাফ সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাহমুদউল্লাহ সাজঘরে ফিরলেও শেষ দিকে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। সেঞ্চুরি তুলে নেয়ার পর দ্রুতগতিতে রান তুললেও ইনিংস শেষ করে আসতে পারেননি তিনি। দুশমন্থ চামিরার বলে মুশফিক আউট হলে ১১ বল বাকি থাকতেই ইনিংস শেষ হয় বাংলাদেশের। যা নিয়ে ম্যাচ শেষে আক্ষেপ করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

ম্যাচ শেষ এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘জয় সবসময়ই বিশেষ কিছু এবং আপনি যখন অবদান রাখতে পারবেন তখন আরও দারুণ ব্যাপার। আমি খুবই হতাশ হয়েছিলাম যে আমি খেলা শেষ করে আসতে পারিনি। কারণ আরও ১১টি বল বাকি ছিল। আমরা প্রথম দিকে বেশি কয়েকটি উইকেট হারিয়েছি, তবে নতুন বলের বিপক্ষে এটা ঘটে। রিয়াদ ভালো ব্যাটিং করেছে এবং আরও কয়েকজন অবদান রেখে।’

দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১০৩ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সঙ্গে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলেও শীর্ষে এখন বাংলাদেশ। এমন জয়ের দিনে বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের বোলাররা।

যেখানে মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজদের সঙ্গে বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের দিনে বোলারদের প্রশংসা করেছেন মুশফিক। এ ছাড়া আজকের ম্যাচে ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে বাংলাদেশ আরও ভালো করবে বলে মনে করেন তিনি।

মুশফিক বলেন, ‘আজ রাতে আমাদের বোলিং দারুণ ছিল। উন্নতি করার অনেক জায়গা রয়েছে এবং এই ট্র্যাকে বেছে বেছে শট খেলতে হবে। এখানে খেলা একবারে সহজ নয়। আমাদের ব্যাটসম্যানরা আজকের ম্যাচ থেকে বেশ কয়েকটি নোট নেবে এবং পরবর্তী ম্যাচে আরও ভালো হয়ে ফিরে আসবে।’