Connect with us

ক্রিকেট পাকিস্তান

সমালোচকদের গোনায় ধরছেন না মিসবাহ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে দল ভালো পারফর্ম করেছে। দল হিসেবে পারফর্ম করেই সফল পাকিস্তান। টানা কয়েক সিরিজ জয়ের পর যেন মিসবাহ-উল-হকের কণ্ঠেও বাড়তি আত্মবিশ্বাসের সুর। পাকিস্তানের প্রধান কোচের জানালেন, সমালোচকরা কেবল নিজেদের সময়ই নষ্ট করছে। তাদের নিয়ে এতটুকুও ভাবনা নেই তার।

এক সঙ্গে পাকিস্তানের প্রধান কোচ এবং নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন মিসবাহ। তখন থেকেও যেন সমালোচনা তার বড় সঙ্গী। দলের পারফরম্যান্স ভালো ছিল না। সমালোচনার মুখেই নির্বাচকের দায়িত্ব ছাড়েন তিনি।

গত কয়েকমাসে সেই চিত্র বদলেছে গল্প। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন সংস্করণেই সিরিজ জিতেছে পাকিস্তান। এরপর প্রোটিয়া সফরে গিয়েও সীমিত ওভারের দুটি সিরিজ জিতে নেয় সফরকারীরা।

যদিও আইপিএলে অংশ নেয়ার কাওরনে সেরা দলকে পায়নি দক্ষিণ আফ্রিকা। তবে রেকর্ড বই স্বাক্ষ্য দেবে পাকিস্তানের সাফল্যেরই। পরে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর দুই টেস্টে পাকিস্তান পায় বড় জয়।

এমন পরিস্থিতিতে সমালোচকদের উড়িয়ে দিয়ে মিসবাহ বলেন, 'আমরা কেবল কঠোর পরিশ্রমই করতে পারি। ফলাফল আমাদের হাতে নেই। কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ ভাবিনি, এখন ভাবতে শুরু করার কোনো ইচ্ছেও নেই। যারা আমার সমালোচনা করে, তারা নিজেদেরই সময় নষ্ট করছে। কে সমালাচনা করল, সেসব নিয়ে আমার একটুও ভাবনা নেই।'

“ অনেক সময়ই অনেক ক্রিকেটার দলীয় কম্বিনেশনের কারণে জায়গা পান না। ফাওয়াদ যখন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছিল, জাতীয় দলের মিডল অর্ডার তখন থিতু ছিল। আমার মতে, বয়স কখনোই গুরুত্বপূর্ণ নয়। কোনো পারফরমার উপযুক্ত হলে তাকে সুযোগ দেওয়া উচিত।”

 

সর্বশেষ

১৮ জুন, শুক্রবার, ২০২১

ফাইনালের চাপ নিচ্ছেন না রোহিত

১৮ জুন, শুক্রবার, ২০২১

১৪০ গতির রঞ্জির বোলারের বিপক্ষে অনুশীলন করে সফল শেফালি

১৮ জুন, শুক্রবার, ২০২১

বৃষ্টিতে ভেস্তে গেল ফাইনালের প্রথম দিন

১৮ জুন, শুক্রবার, ২০২১

সাউদাম্পটনে নিউজিল্যান্ডের সঙ্গে সাঁতার প্রতিযোগিতায় নামতে চান কোহলি

১৮ জুন, শুক্রবার, ২০২১

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন কেভিন ও'ব্রায়েন

১৮ জুন, শুক্রবার, ২০২১

আইপিএল খেলতে অজুহাতে দেবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা!

১৮ জুন, শুক্রবার, ২০২১

ইনজুরিতে তাসকিন, হাতে সেলাই

১৮ জুন, শুক্রবার, ২০২১

ভেন্যু সরানোর দাবি রূপগঞ্জের, চাওয়া রিভিউ ও এলিট প্যানেলের আম্পায়ার

১৮ জুন, শুক্রবার, ২০২১

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শ্রেষ্ঠত্বের লড়াই নয়: কোহলি

১৮ জুন, শুক্রবার, ২০২১

কোহলিকে আউটের টোটকা বাতলে দিলেন স্টেইন

আর্কাইভ

বিজ্ঞাপন