আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ

ভারত-বাংলাদেশ সিরিজ ও অ্যাশেজের মূল্যায়ন একই কেন, প্রশ্ন ব্রডের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:04 বৃহস্পতিবার, 13 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত এবং নিউজিল্যান্ড। ১৮ জুলাই শুরু হবে এই ফাইনাল, যা চলবে ২২ জুলাই পর্যন্ত। কিন্তু একদম শেষ দিকে এসে সমালোচনার মুখে পড়তে হলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপকে।

শতকরা হিসাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বণ্টন হয়। আর এটাই সমালোচনার মূল কারণ। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট নিয়েও ইংল্যান্ড ফাইনালে জায়গা করে নিতে পারেনি। এমনকি টেবিলের চতুর্থস্থানে রয়ে গিয়েছে জো রুটের দল।

যা মানতে পারছেন না স্টুয়ার্ট ব্রড। মূলত পয়েন্ট বণ্টন ব্যবস্থায় হতাশ হয়েছেন এই পেসার। এছাড়া বড় আর ছোট দলের পার্থক্য না থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন ইংলিশ এই ক্রিকেটার।

অ্যাশেজের মতো সিরিজের সাথে অন্যান্য সিরিজকে যেন তুলনা করতে পারছেন না তিনি। ব্রড তাই প্রশ্ন তুলেছেন, ভারত বাংলাদেশকে দুই ম্যাচের সিরিজ হারালে যে পয়েন্ট পাবে, অ্যাশেজের বিজয়ী দল কেন তার চেয়ে বেশি পাবে না।

পিএ সংবাদ সংস্থাকে ব্রড বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দারুণ একটি উদ্যোগ। কিন্তু আমার মনে হয় না এটা পুরোপুরি ঠিক আছে। মাত্র তো শুরু হলো।’

ব্রডের ব্যাখা, ‘আমি ভেবে পাই না, অ্যাশেজের পাঁচ ম্যাচের সিরিজ কীভাবে ভারত বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেললে তার সমান হয়। আমার মনে হয় এটা নিয়ে আরও কাজ করতে হবে। আমাদের ফাইনালে খেলার বড় এক সুযোগ ছিল। কিন্তু এত ক্রিকেট খেলা সত্ত্বেও বর্তমান পয়েন্ট সিস্টেমের কারণে আমাদের ফাইনালে খেলা কঠিন হয়ে পড়ে।’

করোনা মহামারির মাঝে ক্রিকেটীয় সূচি ক্ষতিগ্রস্ত হলে নির্দিষ্ট সময়ের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করা কঠিন হয়ে ওঠে আইসিসির পক্ষে। এমন অবস্থায় বিকল্প পথ খুঁজে বের করেছিল আইসিসি। পয়েন্টের বদলে শতকরা নিরিখেই দুই ফাইনালিস্ট চূড়ান্ত করার সিদ্ধান্ত আসে।

ফলে ম্যাচ জয়ের চেয়ে গুরুত্ব বাড়ে সিরিজ জয়ের ক্ষেত্রে। সর্বোচ্চ ৫২০ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলবে ভারত, যাদের সঙ্গী ৪২০ পয়েন্টধারী নিউজিল্যান্ড। ইংল্যান্ডের পয়েন্ট ৪৪২ হলেও পিছিয়ে যায় শতকরা হিসাবে। ৩৩২ পয়েন্ট নিয়েও তৃতীয় স্থানে থাকে অস্ট্রেলিয়া।