এলপিএল ২০২১ এলপিএল ২০২১

লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু ৩০ জুলাই

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 10:53 বৃহস্পতিবার, 13 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। প্রথম আসর আয়োজনের ৮ মাসের মাথায় আবার দ্বিতীয় আসর আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট। ৩০ জুলাই পর্দা উঠবে এলপিএলের।

করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই এলপিএলের প্রথম আসর আয়োজন করেছিল শ্রীলঙ্কা। তবে সেই অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। দফায় দফায় পেছানোর পরে অবশেষে মাঠে গড়িয়েছিল আসরটি।

একাধিক বিদেশি ক্রিকেটার আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এমনকি দেশি নামকরা ক্রিকেটার লাসিথ মালিঙ্গাও সরে দাঁড়িয়েছিলেন। তাপরও মাঠে গড়িয়েছিল এলপিএলের।

প্রথম আসরে অংশ নেয় ৫টি দল। পুরো আসর খেলা হয়েছিল হাম্বানটোটায়। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে খেলোয়াড়দের রেখে আয়োজিত হয়েছিল প্রথম আসরটি। দর্শক প্রবেশের অনুমতি ছিল না গ্যালারিতে।

শ্রীলঙ্কা ক্রিকেটের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অর্জুনা ডি সিলভা বলেন, ‘এই বছরে এলপিএল আয়োজনের জন্য একটি উপযুক্ত সময় খুঁজে পেয়েছি। টুর্নামেন্ট আয়োজনের জন্য বাকি বিষয়াদি ঠিক করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

৩০ জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে ২২ আগস্ট। গত বছর এলপিএলের আসর দিয়েই করোনা পরবর্তী সময়ে শ্রীলঙ্কায় সফর করেছিলেন বিদেশি ক্রিকেটাররা। তারপরে দেশটিতে আন্তর্জাতিক সিরিজ আয়োজিত হয়েছে দুইটি। সফর করেছে বাংলাদেশ ও ইংল্যান্ড।

এলপিএল অবশ্য ‘দা হান্ড্রেড’ এর সঙ্গে সাংঘর্ষিক হতে যাচ্ছে। ইংল্যান্ডের ১০০ বলের প্রতিযোগিতাটি শুরু হবে ২১ জুলাই। এর আগে এলপিএলের উদ্বোধনী আসর হয়েছিল গত বছরের ২৬ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা স্ট্যালিয়ন্স।