ভারতীয় ক্রিকেট

ক্রিকেটার তৈরিতে অস্ট্রেলিয়ানদের ছোঁয়া পেয়েছে দ্রাবিড়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:38 বুধবার, 12 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

তরুণ ক্রিকেটার তৈরিতে বরাবরই এগিয়ে অস্ট্রেলিয়া। তবে গেল কয়েক বছরে অস্ট্রেলিয়ার সঙ্গে পাল্লা দিচ্ছে ভারত। যেখানে সফলও হয়েছে তাঁরা। গেল কয়েক বছরে ভারতের দলে সুযোগ পাচ্ছেন তরুণ ক্রিকেটাররা। যারা কিনা দাপটের সঙ্গে পারফরম্যান্সও করছেন।

ভারতের এমন পরিবর্তনের বড় অংশ জুড়ে কাজ করছেন রাহুল দ্রাবিড়। ভারতের যুব দল ও ‘এ’ দলের দায়িত্ব নেয়ার পর থেকেই তরুণরা সাফল্য পাচ্ছেন। তাতে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার গ্রেগ চ্যাপেল মনে করেন, দ্রাবিড়ের মাঝে অস্ট্রেলিয়ানদের ব্রেইন আছে।

এ প্রসঙ্গে চ্যাপেল বলেন, ‘ভারত এক সঙ্গে কাজ করতে পারছে তার বড় কারণ রাহুল দ্রাবিড় আমাদের ব্রেইন নিতে পেরেছে। দেখুন আমরা যা করেছি ভারতও তাদের এতো জনসংখ্যা নিয়ে একই কাজ করছে।’

একটা সময় দারুণ সব প্রতিভাবান ক্রিকেটার দলে আনতে পারলেও অস্ট্রেলিয়া এখন সেই অবস্থায় নেই বলে মনে করেন চ্যাপেল। তাতে ভারতের চেয়ে পিছিয়ে পড়ছে তাঁরা। সেই সঙ্গে ভারতের মতো ইংল্যান্ডকে নিয়েও উদাহরণ দিয়েছেন তিনি। ভারতের মতো তরুণদের দারুণভাবে তৈরি করছে ইংল্যান্ড। যারা কিনা জাতীয় দলে এসে পারফরর্ম করছে।

গেল কয়েকটি সিরিজে ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে তাঁরা প্রমাণ করেছে যে তাঁদের বিকল্প হিসেবে কত ক্রিকেটার রয়েছে। চ্যাপেল মনে করেন, প্রতিভাবান ক্রিকেটার বাছাই ও তুলে আনতে ভারত ও ইংল্যান্ড অজিদের চেয়ে ভালো করছে।

চ্যাপেল বলেন, ‘আমি মনে করি আমরা আমাদের সেরা খেলোয়াড় বাছাই এবং তুলে আনার জায়গা ইতোমধ্যে হারিয়ে ফেলেছি। আমার মনে হয় এটি ইংল্যান্ড এখন আমাদের থেকে ভালো করছে এবং ভারতও আমাদের থেকে ভালো করছে।’