পাকিস্তান ক্রিকেট

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে নুমান-আফ্রিদি-হাসান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:45 বুধবার, 12 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ বোলিং করেছেন পাকিস্তানের পেসার হাসান আলী, শাহীন আফ্রিদি এবং স্পিনার নুমান আলী। তার মধ্যে দ্বিতীয় টেস্টে এই তিনজনই পেয়েছেন ৫টি করে উইকেট।

ফলে আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন তাঁরা। ডানহাতি পেসার হাসান প্রথম ইনিংসে ২৭ রানের বিনিময়ে পেয়েছিলেন ৫ উইকেট।

ফলে ৬ ধাপ এগিয়ে ১৪তম স্থানে অবস্থান করছেন তিনি। বাঁহাতি পেসার আফ্রিদি নিয়েছিলেন ৫২ রানের বিনিময়ে ৫ উইকেট। র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে তার অবস্থান ২২তম।

আর বাঁহাতি স্পিনার নুমান শিকার করেছিলেন ৮৬ রানের বিনিময়ে ৫ উইকেট। এর ফলে ৫৪তম স্থান থেকে ৪৬তম স্থানে উঠে এসেছেন তিনি। যা তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং।

এ ছাড়া জিম্বাবয়ের বিপক্ষে একই ম্যাচে তিন বোলারের ৫ উইকেট পাওয়ার ঘটনা পাকিস্তান ক্রিকেটে এটাই প্রথম। যদিও ক্রিকেট বিশ্বের এমন ঘটনা ঘটেছে আরো পাঁচবার।

বোলারদের ছাড়া ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি ঘটেছে পাকিস্তানি ব্যাটসম্যানদের। ২১৫ রানের অপরাজিত ইনিংস খেলা আবিদ আলি ৪০তম স্থান থেকে ৩৮তম স্থানে জায়গা পেয়েছেন।

১২৬ রান করার সুবাদে আজহার আলীর অবস্থান ১৬তম স্থানে। আর ১০৪ রান করা নুমান ৩৫ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তার অবস্থান ১১৬তম।