ভারতীয় ক্রিকেট

আমি কি এতটাই খারাপ, চেন্নাইয়ে সুযোগ না পাওয়া প্রসঙ্গে কুলদীপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:35 বুধবার, 12 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গেল কয়েক বছর আগেও রবিচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহালদের সঙ্গে পাল্লা দিয়ে মাঠ মাতিয়েছেন কুলদীপ যাদব। মহেন্দ্র সিং ধোনির অধীনে কাটিয়ে নিজের ক্যারিয়ারের সেরা সময়। তবে ধোনির বিদায়ের পর থেকেই জাতীয় দল থেকে কিছুটা বাত্য হয়ে পড়েছেন কুলদীপ।

গেল কয়েক বছরে হাতে গোনা মাত্র কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। জাতীয় দলের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পাননি বাঁহাতি এই স্পিনার। চেন্নাইয়ের মতো টার্নিং উইকেটে সুযোগ না পেয়ে তাই নিজেকে নিয়ে তৈরি হয়েছে সংশয়।

গেল ৬ মাসে ভারতের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কুলদীপ। ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে সুযোগ পেলেও খুব বেশি বল করার সুযোগ পাননি। দুই ইনিংস মিলে ১২ ওভার বল করে ‍নিয়েছেন দুই উইকেট। এরপর ওয়ানডে ম্যাচে সুযোগ পেলেও খুব বেশি সুবিধা করতে পারেননি।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ও টেস্ট চ্যাস্পিয়নশিপের ২০ সদস্যের দলেও জায়গা হয়নি তাঁর। আর এর আগে কলকাতার স্কোয়াডে থাকলেও সাত ম্যাচে একটিতেও সুযোগ মেলেনি বাঁহাতি এই স্পিনারের। চেন্নাইয়ের মতো উইকেটে জায়গা না পেয়ে কিছুটা বিস্মিত হয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে কুলদীপ বলেন, ‘বিশেষ করে, যখন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সেও জায়গা পেলাম না, বিস্মিত হয়ে গিয়েছিলাম, ‘আমি কি এতটাই খারাপ!’ এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তাদের কাছে কারণ জানতে চাওয়া তাই ভুল হতো।’

তিনি আরও বলেন, ‘আইপিএলে এমনকি চেন্নাইয়েও আমার সুযোগ হয়নি, যেখানে উইকেট ছিল টার্নিং। হতাশ হয়েছি, কিন্তু কিছু করার ছিল না। জৈব-সুরক্ষা বলয়ের জীবনও সবাইকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। যখন খেলার সুযোগ হয় না, কিছুই ভালো লাগে না।’

ভারতের সাবেক অধিনায়ক ধোনির অধীনে দীর্ঘদিন খেলেছেন কুলদীপ। যেখানে চাহালের সঙ্গে জুটি বেধে বল করতে দেখা যেতো তাকে। তবে ধোনির বিদায়ের পর এই দুজনকে সেভাবে আর জুটি বেধে বল করতে দেখা যায়নি। যে কারণে ধোনিকে খুব মিস করছেন কুলদীপ। তাঁর আরও বেশি ম্যাচ সুযোগ পাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

কুলদীপ বলেন, ‘মাহি (মহেন্দ্র সিং ধোনি) ভাই যখন ছিল আমি আর চাহাল একসঙ্গে খেলতাম। ও চলে যাওয়ার পর আর একসঙ্গে খেলিনি। মাত্র কয়েকটা ম্যাচই খেলেছি মাহি ভাই চলে যাওয়ার পর। আমার আরও বেশি ম্যাচ খেলা উচিত। হ্যাটট্রিকও করেছি আমি। পুরো ক্যারিয়ারের দিকে তাকালে খুব খারাপ দেখাবে না সংখ্যাগুলো। ভেঙে ভেঙে দেখলে হয়তো কিছু সময় খারাপ গিয়েছে। কাদের বিপক্ষে খেলেছি সেটাও দেখা প্রয়োজন।’