আইপিএল

আইপিএল খেলতে মরগান-স্টোকসদের ঐক্যবদ্ধ হবার পরামর্শ পিটারসনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:54 বুধবার, 12 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পুনরায় আয়োজিত হতে পারে এ বছরের সেপ্টেম্বরে। তখন ব্যস্ত সূচির কারণে ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা আইপিএল খেলতে পারবেন না বলে ইঙ্গিত দিয়েছিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান অ্যাশলে জাইলস।

দেশটির সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন মনে করছেন, বোর্ড অনুমতি না দিলেও ক্রিকেটারদের আইপিএল খেলার ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া উচিত। যদি স্থগিত হওয়া আইপিএল পুনরায় চালু করা হয়। তবে এ ব্যাপারে ইসিবি কিভাবে সমাধান করে তাও দেখতে উন্মুখ হয়ে আছেন তিনি।

পিটারসের বলেন, 'এটা দেখতে খুবই আকর্ষণীয় হতে চলেছে যে কিভাবে ইসিবি এই ইস্যুটির ব্যাপারে সমাধান করে এবং তারা কিভাবে তাদের সেরা ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি দেয়। যদি আইপিএল আবারো চালু করা হয়।'

তিনি আরো বলেন, 'আমি যখন ইসিবির বিপক্ষে গিয়েছিলাম আমি একা ছিলাম। এখন অনেক সেরা ক্রিকেটার রয়েছেন। যদি তারা একত্রে সঙ্গবদ্ধ হয় তবে তারা আইপিএল পুনরায় চালু হলে ঠিকই খেলতে পারবে।'

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে ইংল্যান্ডের এবারের গ্রীষ্ম মৌসুম। আবার সেপ্টেম্বর এবং অক্টোবরে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষেও সিরিজ রয়েছে ইংলিশদের। সেক্ষেত্রে তাদের পুনরায় আইপিএল খেলা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে বলে জানিয়েছিলেন জাইলস।

ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেছিলেন, 'আমরা জানি না এখনো পুনরায় অনুষ্ঠিত আইপিএলের ভাগ্যে কি রয়েছে। কখন অনুষ্ঠিত হবে কিংবা কোথায় অনুষ্ঠিত হবে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে এই গ্রীষ্মে সিরিজের পর আমাদের বেশ ব্যস্ত সময়।'

তিনি আরো যোগ করে বলেছিলেন, 'আমরা পুরো এফটিপির সময়সূচি পেয়েছি। যদি সেপ্টেম্বর এবং অক্টোবরে বাংলাদেশ এবং পাকিস্তান সফর ঠিক সময়ে অনুষ্ঠিত হয়। আমি আশা করি ক্রিকেটাররা সেখানে দেশের হয়ে খেলবে।'