শ্রীলঙ্কা-ভারত সিরিজ

শুধু কলোম্বোতে হবে শ্রীলঙ্কা-ভারত সিরিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:44 বুধবার, 12 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে ভারত। সিরিজে তিন করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে দু'দল। তবে সবকটি ম্যাচ হবে একই ভেন্যুতে। করোনাকালে ঝুঁকি না নিতে শুধু কলোম্বোতেই পুরো সিরিজ আয়োজন করতে চাইছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

জুলাইয়ের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কার বিমানে ওঠার কথা রয়েছে ভারতের। সেখানে পৌঁছে ৭দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে সফরকারীদের। এরপরই সিরিজ খেলার অনুমতি পাবে টিম ইন্ডিয়া। 

এক সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে ১৪ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২২ জুলাই। এসএলসির প্রশাসনিক কমিটির চেয়ারম্যান অর্জুনা ডি সিলভা এক ভেন্যুতে সিরিজ আয়োজনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডি সিলভা বলেন, 'আমরা নির্ধারণ করেছি ভারত-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের পুরোটাই হবে এক ভেন্যুতে। শুধু কলোম্বোতেই হবে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি। তবে এটাও নির্ভর করবে এখানকার করোনা পরিস্থিতর ওপর।'

'আমরা মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেব না। যেভাবে এতোদিন বাকি সিরিজগুলো আয়োজন করেছি সেভাবেই হবে। কারণ করোনা পরিস্থিতির কোনো প্রকার নিশ্চয়তা নেই' আরও যোগ করেন তিনি।

এদিকে শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন বিরাট কোহলি-রোহিত শর্মারা থাকবেন ইংল্যান্ডে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে। এমন অবস্থায় শ্রীলঙ্কায় শেখর ধাওয়ানের নেতৃত্বে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত, যার প্রধান কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়।