আইপিএল

জৈব সুরক্ষা বলয়ের বিধি-নিষেধে রোহিতদের 'অরুচি'!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:55 বুধবার, 12 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তাদের মধ্যে করোনার সংক্রমণ দেখা যাওয়ায় গত ৪ মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিতের সিদ্ধান্ত নেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপরই আইপিএলের জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রশ্ন উঠে।

এরই মধ্যে মুম্বাই ইন্ডিয়ানের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট দাবি বোমা ফাটিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয়ের বিভিন্ন নিয়মে অসন্তুষ্ট ছিলেন ভারতের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। তবে জৈব সুরক্ষা বলয়ের প্রশংসা করেছেন তিনি।

প্যামেন্ট বলেন, ‘ভারতীয় কিছু সিনিয়র (জ্যেষ্ঠ) ক্রিকেটার বিধিনিষেধ এবং কীভাবে চলতে হবে—এসব বলে দেওয়া পছন্দ করত না। কোনো অবস্থাতেই মনে হয়নি আইপিএলের জৈব সুরক্ষাবলয় ভাঙা হয়েছে। আমাদের শুধু মনে হয়েছে, কোথাও খেলতে যাওয়াটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।’

আইপিএল স্থগিত হওয়ার পর নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে দেশে ফিরে গেছেন প্যামেন্ট। তিনি জানিয়েছেন, আইপিএলে করোনার সংক্রমণের খবর জানার পরই ক্রিকেটারদের মানসিকতা বদলে গিয়েছিল। অনেকেই ভয়ে মুষড়ে পড়েছিলেন।

প্যামেন্ট যোগ করেন, ‘দলগুলো আক্রান্ত হওয়ার পর খেলোয়াড়েরা ভয় পেয়েছিল। চেন্নাই আক্রান্ত হওয়ার খবর জানানোর পর ওদের সঙ্গে আমাদের সাপ্তাহিক ছুটির দিনে খেলা ছিল। তখন দলের অবস্থা আমি দেখেছি; বেশির ভাগ সময় তো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে কেটেছে। তাদের মানসিকতা পাল্টে গিয়েছিল।’

অবশ্য ভারতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে বিসিসিআইকে দুষছেন রোহিতদের কোচ। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে প্রথমদিকে কোনো দর্শক না থাকলেও পরে আহমেদাবাদে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল তারা। এ কারণে আহমেদাবাদের অনেক মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন দাবি প্যামেন্টের।

তিনি বলেন, 'ইংল্যান্ড যখন ভারতে আসে কিছু ম্যাচ ফাঁকা মাঠে হয়েছিল। কিন্তু তার পর দরজা খুলে দেওয়া হয় দর্শকের জন্য। আহমেদাবাদে ৭০ হাজার দর্শক খেলা দেখে। আমার মনে হয় এটা দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। এখন আমদাবাদে প্রচুর মানুষ করোনা আক্রান্ত।'