বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

চলতি সপ্তাহেই ইংল্যান্ড যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:24 মঙ্গলবার, 11 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে মাঝ পথেই স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। টুর্নামেন্টটি স্থগিত হয়ে যাওয়ায় নিউজিল্যান্ডের ক্রিকেটাররা বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন মালদ্বীপে।

আগামী ২ জুন ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড। এরপর ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে কিউইরা। আসন্ন এই সূচিকে সামনে রেখে চলতি সপ্তাহেই ইংল্যান্ডে যাবেন কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্টরা।

এমনটাই নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। তবে ইংল্যান্ড পৌঁছানোর পর কিউই ক্রিকেটারদের কোনো কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে কিনা এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো ধারনা পাননি তিনি।

স্টেড বলেছেন, 'আমি এখনও বিস্তারিত জানি না। আমি যতটুকু জানি তারা ১৫, ১৬, ১৭ মে এর মধ্যে মালদ্বীপ ছাড়বে। আমার মনে হয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। বিষয়গুলো নিশ্চিত হলেই মালদ্বীপ ছাড়বে নিউজিল্যান্ড।'

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ছাড়াও মালদ্বীপে আছেন মিচেল স্যান্টনার, কাইল জেমিসন ও দলটির ফিজিও টমি সিমসেক। প্রাথমিকভাবে তাদের তিন চারদিনের জন্য কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছিল যদিও তা এখন এক সপ্তাহ করা হয়েছে বাড়িয়ে।

কোয়ারেন্টাইনে থাকলেও বসে নেই নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। সেখানেও তারা ফিটনেস নিয়ে কাজ করছেন। এ প্রসঙ্গে স্টেড বলেন, 'তারা এখনও ফিটনেস নিয়ে কাজ করছে। তাই আমি বাজে কিছু দেখছি না। বিশ্বের এমন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং আমার মনে হয় আমাদের এমনটাই করতে থাকা উচিত।'