বাংলাদেশ-শ্রীলঙ্কা

বাংলাদেশ সফরে দুই কুশলকে নিয়ে 'কৌশল' সাজাচ্ছে শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:39 সোমবার, 10 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে বড় রদবদল আসছে শ্রীলঙ্কার ক্রিকেটে। ২০২৩ বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তাই তো একাধিক সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে লঙ্কানরা।

আসন্ন ওয়ানডে সিরিজের আগে ওয়ানডের নেতৃত্ব হারিয়েছেন দিমুথ করুনারত্নে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন কুশল পেরেরা। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত তাকেই বিবেচনায় রাখছে এসএলসি। এছাড়া বাংলাদেশে আসছেন না অ্যাঞ্জেলো ম্যাথুস-দীনেশ চান্দিমালরাও।

শুধু বাংলাদেশ সিরিজ নয়, নবনিযুক্ত নির্বাচক প্যানেল চাইছে ওয়ানডে সেট-আপকেই বদলে দিতে। নতুন রুপে দল ওয়ানডে দল সাজানোর তাদের এই পরিকল্পনায় আরও নেই সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপরাও। সম্প্রতি প্রমোদ্য বিক্রমাসিংহের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল বাদ পড়াদের নিয়ে এক সভা করেছেন।

সভায় ব্যক্তিগত কারণে আসেননি অ্যাঞ্জেলো ম্যাথুস, যোগাযোগ ঠিকঠাক না হওয়ায় সভায় আসেননি দিমুথ করুনারত্নেও। নির্বাচকরা দীনেশ চান্দিমাল, নুয়ান প্রদীপদের জানিয়ে দিয়েছে কেনো তাদেরকে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে রাখা হয়নি।

বিক্রমাসিংহে জানান, ‘আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি। বিশেষ করে ২০২৩ বিশ্বকাপের জন্য। আমরা সাদা বলের ক্রিকেটে খুব ভাল করছি না এবং আমাদের উদ্দেশ্য কাউকে খুশি করা না। বরং শ্রীলঙ্কা ক্রিকেটকে আবারো দারুণ অবস্থানে নিয়ে যাওয়া। তাই আমি তাদের (বাদ পড়া সিনিয়রদের) বলেছি দুঃখ না পেতে।’

সানডে টাইমসের মতে সাবেক দীনেশ চান্দিমাল নিজের পক্ষে যুক্তি দিয়ে তর্ক করেছেন । ডানহাতি এই ব্যাটসম্যানের দাবি, তাদের বয়স ৩০ এর আশেপাশে, এখনো আন্তর্জাতিক ক্রিকেটকে তাদের অনেক কিছু দেবার আছে।

এই বিষয়ে প্রমোদ্য বিক্রমাসিংহে বলেন, ‘হ্যা, এটা সত্য যে মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকারত্নে দিলশানের মতো ক্রিকেটাররা লম্বা সময় ধরে ক্রিকেট খেলেছেন। তবে তারা তাদের মেরিট দিয়েই টিকে ছিলেন। প্রত্যেকবার তারা যখন খেলতে নেমেছেন।'

'তারা পারফর্ম করেছেন। তবে এখনকার সিনিয়রদের ক্ষেত্রে আমরা কি সেটা দেখতে পাই? আমি জানি এটা কোন জনপ্রিয় সিদ্ধান্ত নয়, তবে ভবিষ্যতের কথা ভাবলে এটাই সঠিক সিদ্ধান্ত।’

বাদ পড়লেও প্রধান নির্বাচক চান্দিমালদের জানিয়ে দিয়েছেন তারা যদি ফিটনেস লেভেল ধরে রাখতে পারেন এবং ঘরোয়া লিগে ভালো পারফর্ম করতে পারেন তাহলে তারা আবার শ্রীলঙ্কা দলে ফিরে আসতে পারবেন। প্রমোদ্য বলেন, ‘আমরা যদি ভাবি আমাদের টপ অর্ডার মজবুত করতে হবে তাহলে আমরা এখনো দলে দিমুথ করুনারত্নেকে ডাকতে পারি।'

'মিডল অর্ডারের জন্য দীনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুসকে ফেরাতে পারি। তবে এমনটা করতে হলে তাদের একটা নির্ধারিত পরিমাণ পারফরম্যান্স ও ফিটনেস নিয়ে তরুণদের সঙ্গে লড়াই করতে হবে। আমরা এখন আর ওয়ানডেতে ৩০০ এর কম স্কোর চেজ করি না। আমরা দেখি ৩৫০ এর মত স্কোর চেজ করতে হয় তার জন্য আমাদের ফিট, শক্ত ও আগ্রাসী ক্রিকেটার দরকার।’

অন্যদিকে বাংলাদেশ সিরিজের জন্য ১৮ সদস্যের নতুন স্কোয়াড সুপারিশ করেছেন লঙ্কান নির্বাচকরা। এই স্কোয়াডের আনুষ্ঠানিকতা পেতে দরকার লঙ্কান ক্রীড়া মন্ত্রীর সবুজ সংকেত। ৩ টি ওয়ানডে খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল।

আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ এই সিরিজ মাঠে গড়াবে ২৩, ২৫ ও ২৮ মে। সবকটি ম্যাচ হবে দিবারাত্রির ও মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পেরেরাকে নেতৃত্ব দেয়ার সঙ্গে আসন্ন সিরিজে কুশল মেন্ডিসকে সহ অধিনায়কত্ব দিচ্ছে বোর্ড।