ইংল্যান্ড - ভারত সিরিজ

ইংল্যান্ডে সিরিজ জিতবে ভারত, ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:37 রবিবার, 09 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে যাবে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল শেষ হলেও সহসায় দেশে ফেরা হচ্ছে না বিরাট কোহলিদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। যেখানে ৩-২ ব্যবধানে ভারতের সিরিজ জয়ের সুযোগ দেখছেন রাহুল দ্রাবিড়।

গেল কয়েক সিরিজ ধরেই টেস্ট ক্রিকেটে দারুণ সময় পার করছে ভারত। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে পূর্ণ শক্তির দল ছাড়াও সিরিজ জিতেছে তাঁরা। যেখানে শেষ তিন ম্যাচে ছিলেন না অধিনায়ক কোহলি। সবচেয়ে বেশি ধকল গেছে পেস ইউনিটে। ইনজুরির কারণে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে দেখা যায়নি মোহাম্মদ শামি, ভুবেনশ্বর কুমার ও ইশান্ত শর্মাকে।

জসপ্রিত বুমরাহ ও উমেশ যাদব থাকলেও সিরিজ চলাকালীন ছিটকে গিয়েছিলেন তাঁরা। তবুও অজিদের মাটিতে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সিরিজ হারায় আজিঙ্কা রাহানের দল। এরপর ঘরের মাঠে পূর্ন শক্তির দল নিয়ে ইংল্যান্ডকে সিরিজ হারিয়েছে কোহলিরা। তবে অস্ট্রেলিয়াকে তাঁদের মাটিতেই হারানোর মাঝে ইংল্যান্ডে সিরিজ জয়ের রসদ খুঁজছেন দ্রাবিড়।

যদিও পরিসংখ্যান ভারতের পক্ষে কথা বলছে না। ২০০০ সালের পর ইংল্যান্ডের মাটিতে ভারত জয় পেয়েছে মাত্র চারটি ম্যাচে। তবে ভারতের সাবেক এই ব্যাটসম্যান মনে করেন, অজিদের বিপক্ষে জয় পাওয়ায় দলের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। এ ছাড়া এবারের দলের ব্যাটসম্যানদের অভিজ্ঞতাও রয়েছে বলে জানান তিনি।  

এ প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘আমি মনে করি ভারত ভালোভাবেই প্রস্তুত থাকবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় তাদের আত্মবিশ্বাস রয়েছে। স্কোয়াডের সবার বিশ্বাস রয়েছে। কয়েকজন ইংল্যান্ডে এর আগে গিয়েছে। এবার ব্যাটিং অর্ডারে অনেক অভিজ্ঞতা আছে। সম্ভবত এটি সেরা সুযোগ। আপনি বলতে পারেন যে ৩-২ ব্যবধানে জিতবে।’

জুনে ইংল্যান্ডে গেলেও আগস্টের প্রথম সপ্তাহে মাঠের লড়াইয়ে নামবে এই দুদল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর যেখানে এক মাসেরও বেশি সময় থাকছে ভারতের প্রস্তুতির জন্য। যা ভারতকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন দ্রাবিড়। তাই তিনি বিশ্বাস করেন যে, ভারত এবারের ইংল্যান্ড সফরে ভালো খেলবে।

দ্রাবিড় বলেন, ‘আমার মনে হয় ভারত এবার ইংল্যান্ডে ভালো খেলবে। এটি আমাদের জন্য দুর্দান্ত সুযোগ। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর সিরিজ শুরুর আগে তারা পুরো এক মাস ইংল্যান্ডে থাকবে। আমি মনে করি না যে কোনো টেস্ট দলই সিরিজের প্রস্তুতির জন্য এমন সময় নিয়েছিল। ভারত এবারই পাবে তাই দুর্দান্ত সুবিধা পাওয়া উচিত।’