পাকিস্তানের ক্রিকেট

আমির-ওয়াহাবের প্রয়োজন অনুভব করছেন কামরান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:55 রবিবার, 09 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টিম ম্যানেজমেন্টের ওপর অনেকটা অভিমান করেই গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। আর একই বছর থেকে জাতীয় দলে বিবেচিত হচ্ছেন না ওয়াহাব রিয়াজ। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এই দুজনকে আবারো পাকস্তান দলে ফেরানোর প্রয়োজন অনুভব করছেন দেশটির উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল।

আমির জাতীয় দলের হয়ে খেলেছিলেন সর্বশেষ ২০২০ সালে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর জাতীয় দলে তাকে বিবেচনা না করায় টিম ম্যানেজমেন্টের ওপর বিভিন্ন অভিযোগ এনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন। মাত্র ২৯ বছর বয়সে তার এ ধরণের সিদ্ধান্ত অবাক হয়েছিলেন অনেকেই।

এদিকে ওয়াহাব জাতীয় দলের হয়ে খেলেছিল গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে। তাকেও আর জাতীয় দলের জন্য বিবেচনা করছে না টিম ম্যানেজমেন্ট। কিন্তু ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আনুষ্ঠিত হবার কথা রয়েছে ভারতে। দেশটির পিচের কথা মাথা রেখে এই দুজনকে আবারো জাতীয় দলে অন্তভূক্ত করা উচিত বলে মনে করেন কামরান।

এক সাক্ষাতকারে তিনি বলেন, 'ইংল্যান্ড সফরের পরে পরিস্থিতি পরিষ্কার হবে। মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজকেও এতে অন্তর্ভুক্ত করতে হবে। তার মধ্যে আমিরের চার থেকে পাঁচ বছরের ক্রিকেট বাকি রয়েছে, অন্যদিকে রিয়াজ আরও দুই বা তিন বছর খেলতে পারে। অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। ভারতে পিচের কথা মাথায় রেখে পাকিস্তানের পরিপক্ক বোলার দরকার।'

তিনি আরো বলেন, 'ভাগ্যক্রমে, গত সাত-আট মাসে পাকিস্তান যে দলগুলির বিপক্ষে খেলেছে তাদের শীর্ষ খেলোয়াড়রা এতে অনুপস্থিত ছিল। তবে আমি নিশ্চিত কোচ, নির্বাচক এবং বাবর জানে যে তারা ভারত, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললে তাদের দল কোথায় অবস্থান করবে। আমি মনে করি না যে তারা স্বীকার করতে চায় তবে এই বিষয়গুলি কিন্তু পরিষ্কার হয়ে যাবে।

অধিনায়ক হিসেবে বাবর আজমের পারফরম্যান্সেরও প্রশংসা করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে তার ক্রিকেটার নির্বাচন পদ্ধতি উন্নতির প্রয়োজন অনুভব করছেন কামরান। এ ছাড়া পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে হুট করে একজনকে জাতীয় দলে নির্বাচনের পরিবর্তে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে কামরান বলেন, 'বাবর আজম সময়ের সাথে অধিনায়ক হিসাবে উন্নতি করছে। যদিও, তার বাছাই পদ্ধতিতে উন্নতি আনতে হবে। ইঞ্জি [ইনজামামুল হক] এবং ইউনিস [খান] ভাই এ ব্যাপারে খুব কঠোর ছিলেন। তারা শর্ট-কাট নির্বাচনের তুলনায় ঘরোয়া অভিজ্ঞতার মূল্যবান করতেন। বাবর বুঝতে হবে যে এটি ভবিষ্যতে দলের পারফরম্যান্সকে প্রভাবিত করবে।

তিনি আরো যোগ করে বলেন, 'ঘরোয়া অভিজ্ঞতার ভিত্তিতে খেলোয়াড়দের বাছাই করা দরকার। বাবর আযম, হাসান আলী, ফাওয়াদ আলম এবং ইমামুল হকের উদাহরণ দেখুন, তারা সকলেই ধারাবাহিক ঘরোয়া পারফরম্যান্সে নির্বাচিত হয়েছেন। এখন আন্তর্জাতিক ক্রিকেটে এর সুফল পাওয়া যাচ্ছে। আমি জানি না কেন নির্বাচকরা তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য তাড়াহুড়ো করেন। তারা মনে করেন বাছাই না করা হলে এই খেলোয়াড়রা পাকিস্তান ছেড়ে চলে যাবেন।'