ভারতের ক্রিকেট

ওজন কমাও দলে জায়গা পাবে, পৃথ্বীকে ভারতীয় নির্বাচকরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:33 শনিবার, 08 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। কিন্তু দারুণ ফর্মে থাকার পরেও এই দলে জায়গা হয়নি উদ্বোধনী ব্যাটসম্যান পৃথ্বী শ্বর। কারণ হিসেবে তার ওজন বেশিকেই দায়ী করছেন ভারতীয় নির্বাচকরা।

গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানের বিপর্যয়ের পর দল থেকে বাদ পড়েছিলেন পৃথ্বী। এরপর সেখান থেকে এসে ব্যাট হাতে রীতিমত রানের বন্যা বইয়ে দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বিজয় হাজারে ট্রফিতে করেছেন ৮০০ এরও বেশি রান।

এমনকি মাঝপতে স্থগিত হওয়া আইপিএলেও পৃথ্বী ছিলেন অসাধারণ। ৭ ম্যাচে ৩০৮ রান করেছিলেন তিনি। এমন ফর্মে থাকার পরেও পৃথ্বীকে দলে না নেয়ায় অবাক হয়েছেন অনেকেই। কিন্তু নির্বাচকরা বলছেন ওজন কমাতে, যাতে রানিং বিটুইন দ্যা উইকেটে আরো দ্রুত হতে পারেন তিনি।

টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাতকারে ভারতের এক নির্বাচক বলেন, 'একজন ২১ বছর বয়সী ক্রিকেটার হিসেবে পৃথ্বী রানিং বিটুইন দ্যা উইকেটে এখনো অতটা গতিশীল নয়। তার আরও কয়েক কিলোগ্রাম ওজন কমানো দরকার। অস্ট্রেলিয়ায় ফিল্ডিংয়ের সময়ও তার মনযোগ সংক্রান্ত একটি সমস্যা ছিল।'

তিনি আরো বলেন, 'শ্ব অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর থেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তাঁর ঠিক সামনে ঋষভ পান্তের উদাহরণ রয়েছে। পান্ত যদি কয়েক মাসের মধ্যেই তার সমস্যাগুলোর সমাধান করতে পারে তবে পৃথ্বীও এটি করতে পারবে।'

ওজনের কমানোর পাশাপাশি পৃথ্বীকে আরো ধারাবাহিক হবার পরামর্শ দিয়েছেন ঐ নির্বাচক এবং এই ফর্ম ধরে রাখতে বলেছেন। আর এক সিরিজে বাদ পড়ায় পরের সিরিজেই পারফর্ম করে দলে ফিরে আসার মতো অবস্থা তৈরি করতে পারায় পৃথ্বীর প্রশংসাও করেন তিনি।

এ প্রঙ্গে ঐ নির্বাচক বলেন, 'আরও কয়েকটি টুর্নামেন্টের জন্য তাকে এই ফর্মটি ধরে রাখতে হবে। তাকে প্রায়শই একটি ভাল সিরিজের ভিত্তিতে নির্বাচন করা হয় এবং তারপরে আন্তর্জাতিক ক্রিকেটে লড়াই করতে হয়। অনেক বেশি সময় ধরে উপেক্ষা করা যায় না এমন খেলোয়াড়ও খুব ভাল।