দক্ষিণ আফ্রিকা ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:38 বৃহস্পতিবার, 06 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফর করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি খেলতে যাচ্ছে প্রোটিয়ারা।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা দুটি টেস্ট এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফর করতে যাচ্ছে। সিরিজটি জুনের শুরুতেই অনুষ্ঠিত হবে, যদিও এখনও ভেন্যু চৃড়ান্ত হয়নি।

এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দেশটিতে উড়াল দেবে প্রোটিয়া ক্রিকেটাররা। যা অনেক আগেই ঠিক করে রেখেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এরপর অবশ্য শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষেও সিরিজ খেলবে তারা।

তবে ভারতের বিপক্ষে তাদের সিরিজটি বাতিল হবার শঙ্কায় রয়েছে। কেননা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হয়ে পড়ায় ঐ সময় তারা পুনরায় এটি আয়োজন করতে চায়। এমনটাই জানিয়েছেন স্মিথ।

তিনি বলেন, 'আইপিএল এবং কোভিড নিয়ে ভারতে কি ঘটতে যাচ্ছে আমরা জানি না। আমরা বিসিসিআইকে চিন্তা-ভাবনা করার জন্য সময় দিতে চাই। এই কঠিন পরিস্থিতি তারা যেভাবে সামাল দিচ্ছি এটা অসাধারণ।

একই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে এবি ডি ভিলিয়ার্স, ইমরান তাহির কিংবা ক্রিস মরিসদের আবারো জাতীয় দলে ফেরানোর চিন্তা ভাবনা করছে দেশটির ক্রিকেট বোর্ড, বলেও জানিয়েছেন স্মিথ।