দ্য হান্ড্রেড

দ্য হান্ড্রেডে ভারতের চার নারী ক্রিকেটার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:14 মঙ্গলবার, 04 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের ২১ জুলাই থেকে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০০ বলের নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেড। যেখানে এবারের আসরে খেলতে দেখা যাবে ভারতের ৪ নারী ক্রিকেটারকে। তাঁরা হলেন, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, জেমিমাহ রদ্রিগেজ এবং দীপ্তি শর্মা।

আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর দাবি ইতোমধ্যে এই চার নারী ক্রিকেটারকে অনাপত্তি পত্র দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

তাঁরা আরও জানিয়েছে যে, ভারতের ক্রিকেট বোর্ড ইতোমধ্যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে অনাপত্তি পত্র পাঠিয়েছে। খুব শিগগিরই দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে দাবি করেছেন তাঁরা।

এদিকে ভারতের এই চার নারী ক্রিকেটার ছাড়াও অস্ট্রেলিয়ার অ্যালিস পেরি, মেগ লেনিং, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, ওয়েস্ট ইন্ডিজের ডায়ান্দ্রা ডটিন ও দক্ষিণ আফ্রিকার মেরিজান ক্যাপের মতো তারকা নারী ক্রিকেটারদের খেলতে দেখা যাবে টুর্নামেন্টটিতে।

এই চার নারী ক্রিকেটার দ্য হান্ড্রেড খেলতে যাওয়ার আগে ইংল্যান্ড সফরে যাবে ভারতের নারী দল। যেখানে একটি টেস্ট ম্যাচের সঙ্গে সমানসংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে এই দুই দল।

১৬ জুন থেকে ব্রিস্টলে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এরপর সেখানে ওয়ানডে সিরিজ খেলবে তাঁরা। সর্বশেষে টি-টোয়েন্টি ফরম্যাটে লড়াই করবে এই দুদল। যা শেষ হবে ১৫ জুলাই। এরপরই দ্য হান্ড্রেডের দলগুলোর সঙ্গে যোগ দেবেন ভারতের এই চার নারী ক্রিকেটার।