আইপিএল ২০২১

আসছেন না ডাসেন, মুস্তাফিজরা দলে নিল তরুণ প্রোটিয়া পেসারকে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:15 রবিবার, 02 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথমভাগে বিদেশি ক্রিকেটারদের নিয়ে কি ভোগান্তি না পোহাতে হয়েছে রাজস্থানকে। চোট এবং জৈব সুরক্ষা বলয়ে মানসিক অবসাদের কারণে চার বিদেশিকে ছাড়াই প্রথমভাগে লড়েছে দলটি। বাকি ৪ বিদেশি নিয়ে জিতেছে মাত্র ২টি ম্যাচ।

এমন অবস্থায় টুর্নামেন্টের দ্বিতীয়ভাগ শুরুর আগেই সমাধান খুঁজছে রাজস্থান। ইতোমধ্যে এক বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ২০০৮ সালের চ্যাম্পিয়নরা। তবে তিনি এখনও জাতীয় দলেই খেলেননি! বয়স মাত্র ২০। 

দক্ষিণ আফ্রিকার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা জেরাল্ড কোয়েটজিকে স্কোয়াডে যুক্ত করেছে রাজস্থান। এছাড়া রাসি ভ্যান ডার ডাসেন যোগ দেয়ার কথা থাকলেও এনওসি জটিলতায় আছেন তিনি। তাই তিনি যোগ দিচ্ছেন না দলের সঙ্গে। ভিসা জটিলতায় ভারতে আসতে পারবেন না এই প্রোটিয়া।

জেরাল্ডকে নেয়া হয়েছে লিয়াম লিভিংস্টোনের বদলি হিসেবে। যিনি জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে আইপিলের তিন ম্যাচ পরই বাড়ি ফিরেছিলেন। যদিও এই আসরে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।

ভারতে পৌঁছে এরই মধ্যে সাতদিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করেছেন কোৎজে। এমনকি শনিবার অনুশীলনও করেছেন দলের সঙ্গে। ধারণা করা হচ্ছে পরের ম্যাচেই হয়তো রাজস্থানের একাদশেও থাকতে পারেন ২০ বছর বয়সী এই পেসার।

কোয়েটজি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলেন নাইটসের হয়ে। তার রয়েছে দুইটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। এছাড়া ৮টি কুড়ি ওভারের ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন ২০ বছর বয়সী এ পেসার।