বিশ্বকাপ

২০২৭ বিশ্বকাপের আয়োজক হতে চায় দক্ষিণ আফ্রিকা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:24 শনিবার, 01 মে, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে চায় দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত সভাপতি রিহান রিচার্ডস জানিয়েছেন, তারা এ জন্য বিড করবেন। শুধু ২০২৭ বিশ্বকাপ নয়, আইসিসির আরও কয়েকটি ইভেন্ট আয়োজন করতে আগ্রহী দক্ষিণ আফ্রিকা।

২০০৩ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। যে আসরে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া আর রানার্স আপ হয় ভারত। তবে সেবার কেনিয়া এবং জিম্বাবুয়েতেও কয়েকটি ম্যাচ হয়েছিল।

এরপর ২০০৫ সালে নারীদের ওয়ানডে বিশ্বকাপ, ২০০৭ সালে সর্বপ্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল দেশটি। এছাড়া ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করেছিল আফ্রিকা।

রিচার্ড বলেন, আমরা ২০২৭ বিশ্বকাপ আয়োজন করতে চাই। শুধু ছেলেদের বিশ্বকাপ নয়, নারীদের বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সহ টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করতে আগ্রহী আমরা'

'আমরা এ সবগুলো ইভেন্টের জন্য বিডিং করব। তবে আমাদের মূল লক্ষ ২০২৭ বিশ্বকাপ আয়োজন করা। সেটাই বেশি প্রাধান্য দিয়ে আগাচ্ছি। এটাই সেরা সুযোগ, ২৪ বছর আগে দেশের মাঠে সর্বশেষ বিশ্বকাপ হয়েছিল' আরও যোগ করেন তিনি।

আয়োজক হলেও এখন পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে ২০০৩ সালে আশানুরূপ করতে পারেনি শন পলকের দল। এরপর ২০০৭, ২০১১ সালেও ব্যর্থ ছিল দলটি।

২০১৫ সালে সেমিফাইনাল থেকে বাদ পরে আফ্রিকা। আর ২০১৯ সালে শেষ চারে খেলা হয়নি প্রোটিয়াদের। এর আগে আরও কয়েকটি বিশ্বকাপের আসরে খেললেও কোনো আসরেই আশানুরূপ ফল পায়নি দক্ষিণ আফ্রিকা।