সিপিএল ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হবে সিপিএল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:26 বুধবার, 28 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০২০ সালে করোনার ভয়াবহ প্রকোটের সময় এক ভেন্যুতে সফলভাবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আয়োজন করেছিল উইন্ডিজ ক্রিকেট বোর্ড। ২০২১ সালেও একই পথে হাঁটতে যাচ্ছে ক্যারিবিয়ানরা। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ।

শুধু মাত্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসে হবে এবারের আসর। ২০২১ সালের আসরের ভেন্যুর নাম মঙ্গলবার ঘোষণা করে সিপিএল কর্তৃপক্ষ। ছয় দলের এই টুর্নামেন্টটি হবে ওয়ার্নার পার্কে।

আগামী ২৮ অগাস্ট থেকে শুরু হবে সিপিএলে নবম আসর। ৩৩ ম্যাচের এই টুর্নামেন্টের বিস্তারিত পরে জানানো হবে। ভারতে আগামী অক্টোবর-নভেম্বরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

গেল মৌসুমে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। এই মৌসুমে আসছে একটু ভিন্নতা। ৮০০০ দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে ৫০ ভাগ দর্শক মাঠে বসে সিপিএল উপভোগ করতে পারবেন। কিন্তু এখানেও আবার শর্ত রয়েছে!

শুধুমাত্র করোনাভাইরাসের টিকা দেয়া মাঠে প্রবেশ করতে পারবে দর্শকরা। এছাড়া ক্রিকেটারদের ভ্যাকসিনও দেয়া হবে বলে জানিয়েছেন উইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট পিটি রাসেল। তবে এক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই।

রাসেল বলেন, 'এটা তো সবসময় হবে না। এই মুহূর্তে আমরা সবাই এক কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছি। তবে যারা সিপিএল খেলবে বা এর সঙ্গে যুক্ত থাকবে তাদেরকেই ভ্যাকসিন দেয়া হবে। কিন্তু এতে বাধ্যবাধকতা নেই। কারণ এখানে এসে আপনাকে কোয়ারেনটাইন করতেই হবে।'

সিপিএলের প্রথম আসর মাঠে গড়িয়েছিল ২০১৩ সালে। এখন পর্যন্ত হওয়া আট আসরের চারটিতেই শিরোপা জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স। দুইবার করে এই স্বাদ পেয়েছে বারবাডোস ট্রাইডেন্টস ও জ্যামাইকা তালাওয়াস।