শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ

প্রত্যাশা বেশি তাই সমালোচনা হয়: শান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:38 বুধবার, 21 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নিয়ে সমালোচনা কম হয়নি। সেটা টেস্ট কিংবা ওয়ানডে যে ফরম্যাটেই হোক না কেন। সেই সমালোচনার জবাব শান্ত দিলেন ব্যাট হাতে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে। বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন দুর্দান্ত দাপটে।

হাই পারফরম্যান্স থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তাকে গড়ে তোলা হয়েছে যত্ন করে। সেই শান্তই আন্তর্জাতিক পর্যায়ে এসে হয়েছেন ব্যর্থ, হয়েছে তার সমালোচনা। শ্রীলঙ্কার বিপক্ষে ১২৬ রানের ধৈর্যশীল ব্যাটিংয়ের পর জানালেন, তার কাছে প্রত্যাশার ভারটা বেশি তাই তার সমালোচনাও হয় বেশি।

ম্যাচ শান্ত বলেন, 'সত্যি বলতে আমাকে নিয়ে কী হয়েছে খুব একটা দেখিনি। হ্যাঁ শুনেছি, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বারদের কাছে শুনেছি যে এরকম হচ্ছে। আমার কাছে মনে হয় সবাই আমার কাছে অনেক আশা করে। আমি হয়তো ভালো করতে পারি। এই জন্য হয়তো মানুষ এগুলো করে ভালো খেলার আশায়।'

২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে জাতীয় দলের হয়ে অভিষেক শান্তর। এরপর অভিষেক ঘটেছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটেও। কোথাও রাখতে পারেননি নিজের প্রতিভা কিংবা সামর্থ্যের ছাপ। তার ওপর বোর্ডের যে আস্থা, দিতে পারেননি এর প্রতিদানও।

চলতি বছর দেশের মাটিতে সবশেষ টেস্ট সিরিজে ছিলেন ব্যর্থ। চার ইনিংস মিলিয়ে তার রান কেবল ৪০। এর আগে ৬ টেস্টে হাফ সেঞ্চুরি ছিল একটি জিম্বাবুয়ের বিপক্ষে। গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে দুই ইনিংসেই আউট হন থিতু ৪৪ এবং ৩৮ রান করে।

৮টি ওয়ানডে ও ৩টি-টোয়েন্টি খেলে একবারও ৩০ ছুঁতে পারেননি। সাকিব আল হাসানের পরিবর্তে ওয়ানডেতে খেলেছেন ব্যাটিং পজিশনের সেরা জায়গা তিন নম্বরে। টেস্টেও তার ব্যাটিং পজিশন একই। এ কারণেই হয়ত শান্ত জানালেন, কেন তার এত সমালোচনা।