Connect with us

সংযুক্ত আরব আমিরাত

৫ বছরের জন্য নিষিদ্ধ আরব আমিরাতের কাদির


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট || 

আইসিসি দুর্নীতি বিরোধী বিধির বেশ কয়েকটি ধারা ভাঙার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার কাদির আহমেদ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এর আগে অভিযোগ ওঠায় ২০১৯ সালের ১৬ অক্টোবর সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। প্রথম দিকে স্বীকার না করলেও গেল ১৪ এপ্রিল নিজের সব দোষ স্বীকার করে নিয়েছেন ডানহাতি এই পেসার। যেখানে তাঁর বিপক্ষে আইসিসি দুর্নীতি বিরোধী বিধির ৬টি ধারা ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে।

নিজের সব দোষ স্বীকার করে নেয়ায় এবং সব অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ বছরের জন্য নিষিদ্ধ হতে হয়েছে তাঁকে। বুধবার নিষিদ্ধ করা হলেও ২০১৯ সালের ১৬ অক্টোবর থেকে বিবেচিত হবে তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ।

২০১৯ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন কাদির। ‍এ ছাড়া একই বছর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেও ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে এমন প্রস্তাব পেয়েও আইসিসি দুর্নীতি বিরোধী ইউনিটকে অবহিত করেননি কাদির।



ফিক্সিংয়ের প্রস্তাব ছাড়াও দলের ভেতরের তথ্য বাইরে দেয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া তদন্তের কাজে অসহযোগিতা, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ফলে ৫ বছরের নিষেধাজ্ঞা পেতে হয়েছে তাঁকে।

সংযুক্ত আরব আমিরাতেরে হয়ে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলেছেন কাদির। যেখানে ১১ ওয়ানডেতে নিয়েছেন ৮ উইকেট আর ১০ টি-টোয়েন্টিতে পেয়েছেন ৯ উইকেট। 

সর্বশেষ

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

চন্দরপল-ডি সিলভার আক্ষেপের পরও উইন্ডিজের দুর্দান্ত দিন

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

ওপেনিংয়ে ক্রলিতেই আস্থা কির

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

২ বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে করুনারত্নে

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

রাহানে তার পুরোনো ফর্ম ফিরে পেয়েছে, বিশ্বাস কার্তিকের

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

মোহিতের স্লোয়ারের অপেক্ষায় ছিলেন জাদেজা

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

শান্ত-হৃদয়দের নিয়মিত বোলিংয়ে দেখতে চান হেরাথ

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

আয়ারল্যান্ড টেস্টে খেলা হচ্ছে না অ্যান্ডারসন-রবিনসনের

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

নিয়তি এটা ধোনির জন্য লিখে রেখেছিল: হার্দিক

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

আইপিএলে দেয়া হলো ৬০ কোটি ৩১ লাখ টাকার পুরস্কার

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

শুধুমাত্র ভক্তদের জন্য আরও এক মৌসুম খেলতে চান ধোনি

আর্কাইভ

বিজ্ঞাপন