শ্রীলঙ্কা - বাংলাদেশ সিরিজ

পরিশ্রমের ফল পাচ্ছেন শান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:22 বুধবার, 21 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামার আগে ৬ টেস্ট খেললেও নিজেকে মেলে ধরতে পারেননি নাজমুল হোসেন শান্ত। নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে না পারলেও ঠিকই পরিশ্রম করে যাচ্ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন শান্ত।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। প্রথম দিন শেষে ১২৬ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান জানান, ফলাফল না আসলেও পাঁচ-ছয় মাস ধরে নিয়মিত পরিশ্রম করছিলেন তিনি। আর বিশ্বাস ছিল যে তিনি বড় রান করতে পারবেন।

প্রথম দিন শেষে শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয় যে নিজেকে প্রমাণ করার কিছু নাই। আমার বিশ্বাস ছিল আমি রান করতে পারব। কারণ শেষ পাঁচ-ছয় মাস অনেক পরিশ্রম করেছি। হ্য্যাঁ, রেজাল্ট আসেনি। কিন্তু ওই বিশ্বাসটা ছিল যে বড় রান করতে পারবো। এখানে প্রমাণের কিছু নেই।’

ক্যারিয়ারের শুরু থেকে ভালো করতে না পারলেও লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম দিনে দারুণ ব্যাটিং করেছেন শান্ত। রান করার চিন্তা না করে ব্যাটিংটা উপভোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া বড় পরিকল্পনা না করে ছোট ছোট পরিকল্পনা করে এগিয়েছেন বলে জানান তিনি।

শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয় মানসিকভাবে অনেক শান্ত ছিলাম। খুব বেশি চিন্তা করি নাই রান করবো বা রান করতে চাই। ব্যাটিংটা উপভোগ করছি। যখনই ব্যাট করছি শুরু থেকে শেষ পর্যন্ত বল দেখছি আর ব্যাট করছি। কত বল খেললাম বা রান করছি। এটা নিয়ে চিন্তা করি নাই।’

তিনি আরও বলেন, ‘জুটি আমাদের দলের পরিকল্পনা ছিল যত বড় করা যায়। সৌরভ ভাই যখন নতুন আসলো তখনও আমরা বড় কিছু চিন্তা করি নাই। ছোট ছোট করে চিন্তা করছি। দিনশেষে বড় একটা জুটি হইছে।’

প্রথম দিনে তামিম ইকবাল ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও সুযোগ হাতছাড়া করেননি শান্ত। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরি করলেও খুব বেশি উদযাপন করতে দেখা যায়নি তাঁকে। তিনি মনে করেন, এতো রোমাঞ্চিত হওয়ার কিছু নেই।

তিনি বলেন, ‘আমি যেটা বললাম আমার বিশ্বাস ছিল আমি বড় রান করতে পারি। খুব বেশি রোমাঞ্চিত হওয়ার কিছু নাই। কালকে আবার ব্যাটিং আছে। যত লম্বা ব্যাটিং করা যায়। বা সামনে আরও ম্যাচ খেলবো যদি সুযোগ আসে। তাই এটা নিয়ে খুব বেশি রোমাঞ্চিত হওয়ার কিছু নাই।’