ইংল্যান্ড-নিউজিল্যান্ড

অস্ত্রোপচারের পর ইংল্যান্ড সিরিজে চোখ গ্রান্ডহোমের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:39 বুধবার, 21 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সময়টা ভালো যাচ্ছে না কলিন ডি গ্রান্ডহোমের। গড়ালির চোটে প্রায় এক বছর ধরে মাঠের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার। সর্বশেষ দেশের হয়েছিলেন খেলেছিলেন ২০২০ সালের মার্চে। আপাতত চোটের সঙ্গে লড়াইয়ে জিতে লক্ষ্য স্থির করেছেন আসন্ন ইংল্যান্ড সিরিজে ফেরার। 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মে মাসে ইংল্যান্ড সফরে যাবে নিউজিল্যান্ড। আগামী ২ জুন শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজটি। এর আগেই দলে ফিরতে চাইছেন গ্রান্ডহোম। এরপর রয়েছে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতের বিপক্ষে টেস্ট শুরু হবে ১৮ জুন, সাউথ্যাম্পটনে।

চোটের কারণে ঘরোয়া ক্রিকেটে শুধু ব্যাটিংই করতেন গ্রান্ডহোম। কিন্তু পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার। জানিয়েছেন, এই সিদ্ধান্ত তার ভবিষ্যৎ ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব রাখবে।

গ্রান্ডহোম বলেন, আমি অস্ত্রোপচার করানোর পর ভালো অনুভব করছি। ধীরে ধীরে সবকিছুর উন্নতি হচ্ছে, স্বাভাবিক লাগছে। আশা করছি সামনের দিনগুলোতে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দলের জন্য অবদান রাখতে পারব। 

এদিকে আসন্ন সিরিজগুলোকে সামনে রেখে করোনাভাইরাসের টিকা নিয়েছেন দেশটির ক্রিকেটাররা। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে টিকা নেয়া হয়নি কেন উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টদের।

টিকা নেওয়ার কথা মঙ্গলবার নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। পেসার নিল ওয়্যাগনারের টিকা নেওয়ার সময়ের একটি ছবি টুইটারে দিয়ে তারা লিখেছে, ‘মে মাসে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে টিকার দুই ডোজের প্রথমটি নেওয়া নিউ জিল্যান্ডে থাকা শেষ খেলোয়াড় তিনি।’