আইপিএল

পান্তের কাজ সহজ করে দিচ্ছেন পন্টিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:14 বুধবার, 21 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে তৃতীয় জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 

ম্যাচ শেষে ঋষভ পান্ত জানিয়েছেন, উইকেটরক্ষকের ভূমিকা তাকে ম্যাচ পড়তে দারুণ সাহায্য করছে। সেই সঙ্গে প্রধান কোচ রিকি পন্টিং তাঁর কাজ অনেকটাই সহজ করে দিচ্ছেন।

মুম্বাইয়ের বিপক্ষে অমিত মিশ্রর বোলিং আর শিখর ধাওয়ান-স্টিভ স্মিথের ব্যাটিং দিল্লিকে জিতিয়েছে। সামনের ম্যাচগুলোতেও এর ধারাবাহিকতা ধরে রাখতে চান পান্ত।

তিনি বলেছেন, 'আমি মনে করি একজন উইকেটরক্ষক হিসেবে আমি ম্যাচ পড়তে পারছি এবং এটা আমাকে দারুণ সাহায্য করছে। দলে অনেক সিনিয়র ক্রিকেটার আছে এবং ম্যানেজমেন্টে পন্টিং আছে যারা আমার কাজ সহজ করে দিচ্ছে। আমার অধিনায়কত্ব বেশ ভালো যাচ্ছে।'

করোনার বৈশ্বিক সংক্রমণের কারণে আইপিএলে এবার কোনো দলই ঘরের মাঠের সুবিধা পাচ্ছে না। ফলে প্রত্যেক দলকেই বিভিন্ন শহরে ঘুরে বেড়াতে হচ্ছে। এটা চ্যালেঞ্জিং হলেও এর সঙ্গে মানিয়ে নিতে চান পান্ত।

দিল্লি অধিনায়ক বলেন, 'কোভিডের কারণে এটা কিছুটা কঠিন। কিন্তু দল হিসেবে আমরা বাইরের কিছুতে মনোযোগ দিচ্ছি না। বিসিসিআই আমাদের দারুণ ভাবে জৈব সুরক্ষা বলয়ের সুযোগ করে দিয়েছে এবং ভ্রমণ সুবিধা দিচ্ছে। আমরা ক্রিকেটেই বেশি মনোযোগ দিচ্ছি।'

মুম্বাইয়ের বিপক্ষে জিততে শেষ দুই ওভারে ১৫ রান প্রয়োজন ছিল দিল্লি। তবে চেন্নাইয়ের মন্থর উইকেটে সেটা করাই কঠিন হয়ে গিয়েছিল পান্তের দলের জন্য। অবশ্য শেষ ওভারে জসপ্রিত বুমরাহর দুই নো বল কাজটা সহজ করে দেয় দিল্লির।

এ প্রসঙ্গে পান্ত বলেন, 'একজন ক্রিকেটার হিসেবে আমরা আগের ম্যাচ নিয়ে খুব বেশি ভাবি না। প্রতিটি দিনই নতুন দিন। আমি তখন শট খেলেছিলাম কারণ আমরা রান তাড়া করছিলাম। তাই আমাদের ম্যাচের পরিস্থিতির দিকেই দেখতে হবে।'