আইপিএল

সহজ ম্যাচ কঠিন করে জিতলো দিল্লি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:58 মঙ্গলবার, 20 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ২ উইকেট হারিয়ে ১০০ তোলা দলটির জয় আরও সহজ হতে পারতো তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সেটাই কঠিন করে জিতেছে ঋষভ পান্তের দল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে এটি তাদের তৃতীয় জয়। চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি দিল্লি। তারা দলীয় ১১ রানেই হারায় ওপেনার পৃথ্বি শয়ের উইকেট। এই ওপেনার মাত্র ৭ রান করে করে ফিরে যান জয়ন্ত যাদবের বলে তাকেই ফিরতি ক্যাচ দিয়ে।

এরপর দিল্লির ইনিংস টানেন স্টিভেন স্মিথ ও ওপেনার শিখর ধাওয়ান। এই দুজনে দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন। ২৯ বলে ৩৩ রান করা স্মিথকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন কাইরন পোলার্ড।

দলীয় ১০০ রানে ধাওয়ান ৪৫ রান করে ফিরলেও দিল্লির জয় কিছুটা কঠিন হয়ে যায়। তখনও কয় পেতে ৩১ বলে ৩৮ রান প্রয়োজন দিল্লির। এমন পরিস্থিতিতে উইকেটে এসে ৭ বলে ৭ রান করে ফিরে যান অধিনায়ক ঋষভ পান্ত।

১৯তম ওভারে জসপ্রিত বুমরাহ ২ বলের ব্যবধানে দুটি নো বল দিলেও ফায়দা তুলে নিতে পারেননি দিল্লির দুই ব্যাটসম্যান ললিত যাদব ও শিমরন হ্যাটমায়ার। অবশ্য শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই দিল্লির জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটসম্যান।

এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ রানেই কুইন্টন ডি ককের উইকেট হারায় মুম্বাই। এরপর দ্বিতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে নিয়ে ৫৬ রান যোগ করেন অধিনায়ক রোহিত শর্মা। 

যাদব ২৪ রান করে ফিরে গেলে রোহিতকে দারুণ সঙ্গ দেন ইশান কিশান। তিনি আরও যোগ করেন ২৬ রান। এরপর রোহিত ৩০ বলে ৪৪ রান করে ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুম্বাই।

দ্রুতই ফিরে যান কিশানও। শেষদিকে জয়ন্ত যাদবের ২২ বলে ২৩ ছাড়া আর কেউই দুই অঙ্কের দেখা পাননি। ফলে নির্ধারিত ২০ ওভারে মুম্বাইয়ের ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে।

মাত্র ২৪ রানে ৪ উইকেট নিয়ে দিল্লির সেরা বোলার অমিত মিশ্র। আর আভেস খান নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট গেছে মার্কাস স্টইনিস, কাগিসো রাবাদা ও ললিত যাদবের ঝুলিতে।

সংক্ষিপ্ত স্কোর- 

মুম্বাই ইন্ডিয়ান্স- ১৩৭/৯ (২০ ওভার) (রোহিত ৪৪, সূর্যকুমার ২৪, ইশান ২৬, জয়ন্ত ২৩; মিশ্র ৪/২৪)

দিল্লি ক্যাপিটালস- ১৩৮/৪ (১৯.১ ওভার) (ধাওয়ান ৪৫, স্মিথ ৩৩, ললিত ২২*; জয়ন্ত ১/২৫, পোলার্ড ১/৯)