বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

শ্রীলঙ্কায় পেসারদের ওপরই ভরসা রাখছেন মুমিনুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:17 মঙ্গলবার, 20 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে পেস আক্রমণের ওপর নির্ভর করেই দল সাজাবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে এমনটাই জানিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এই সিরিজে পেসারদের মধ্যে দারুণ প্রতিযোগীতাও দেখছেন তিনি।

শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল দেখেই অনুমান করা গিয়েছিল এবার পেস আক্রমণে ভরসা করেই লঙ্কা জয় করতে চাইবে টাইগাররা। টেস্ট সিরিজের দলে আছেন আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধর মতো পেসার।

পেস নির্ভর বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়ে মুমিনুল বলেছেন, 'হ্যাঁ আমাদের বোলিং অ্যাটাক পেস নির্ভর হবে। আমাদের আধিক্য এতে কম হবে না আশা করি। পেসারদের প্রতিযোগিতাই বেশি হবে।'

কদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। এর আগে দক্ষিণ আফ্রিকাও সমান ব্যবধানে সিরিজ হারিয়েছে লঙ্কানদের। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজে ড্র।

এমন পারফরম্যান্স নিয়েই বুধবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা। এদিকে টানা ৮ টেস্টে হারের স্মৃতি নিয়ে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ। সর্বশেষ ৯ টেস্টের মধ্যে বাংলাদেশের একমাত্র জয় জিম্বাবুয়ের বিপক্ষে। এমন হারের বৃত্ত থেকে ঘুরে দাঁড়াতে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে মরিয়া মুমিনুল।

তিনি বলেছেন, 'আমি শ্রীলঙ্কায় এসেছি, মাঠে নামব, বোলার বল করবে, আমি ব্যাটিং করব, আর আমার বোলাররা বল করবে, ওদের ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, আমাদের ফিল্ডাররা ফিল্ডিং করবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব। আমি আসলে এসব নিয়েই চিন্তিত।'

শ্রীলঙ্কায় ভালো করতে পেসারদের দিকেই তাকিয়ে থাকবেন মুমিনুল। সেই পরিকল্পনাতেই আন্তঃস্কোয়াড অনুশীলন ম্যাচে ৭ পেসারকে খেলিয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন আবু জায়েদ রাহি। মুমিনুল দলের নিয়মিত পেসারদেরই বেশি সুযোগ দেখছেন।

টেস্ট অধিনায়ক বলেছেন, 'যারা আগে খেলেছে তারাই তো সবচেয়ে বেশি ডিপেন্ডেবল আমার কাছে মনে হয়। রাহী, এবাদত, তাসকিন। তারপর যদি বলেন শরিফুল, খালেদ, শহিদুল... ৫-৬ জন যারা আছে আমার কাছে মনে হয় ওরাই সবচেয়ে ডিপেন্ডেবল, যারা রেগুলার খেলছে।'