আইপিএল

বল হাতে ফিরতে আরও অপেক্ষা করতে হচ্ছে হার্দিককে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:06 সোমবার, 19 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই পেশির চোটে ভুগছেন হার্দিক পান্ডিয়া। এরপরও নিয়মিতই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ব্যাটিং করলেও এখনও তাকে বল হাতে দেখা যায়নি এই টুর্নামেন্টে।

মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আগ পর্যন্ত হার্দিককে তারা ফিনিশার হিসেবেই খেলাবেন। বল হাতে ফিরতে তাকে আরও অপেক্ষা করতে হচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

জয়াবর্ধনে বলেন, 'এই মৌসুমে সে বোলিং করতে পারে কিনা এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। সে গত বছরের আইপিএলেও বল কুরতে পারেনি ইনজুরি থেকে ফিরে এবং সে এখনও তৈরি নয়। আমার মনে হয় ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে থেকেই পেশির চোট বয়ে বেড়াচ্ছে। তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাই না।'

হার্দিক বল না করায় একজন বাড়তি বোলার খেলাতে হচ্ছে মুম্বাইকে। বিশেষ করে সেই দায়িত্ব পালন করছেন ভারতীয় পেসার রাহুল চাহার। তিন বছর ধরেই দলটির হয়ে খেলছেন তিনি।

হার্দিক না থাকায় বল হাতে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে তাকে। এবারের আসরে মুম্বাইয়ের বোলিং আক্রমণে বাড়তি নৈপুণ্য যোগ করেছেন তিনি। জয়াবর্ধনে জানিয়েছেন, হার্দিক বল হাতে ফিরলে তা দলে বাড়তি মাত্রা যোগ করবে।

মুম্বাই কোচ বলেন, 'আমরা নিশ্চিত হতে চাই সে স্বাচ্ছন্দে বোলিং করছে। আশা করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে উন্নতি করবে এবং আমরা সবাই তাকে বোলিংয়ে দেখার জন্য অপেক্ষায় ছি। আমরা তাকে বোলিংয়ে দেখতে পছন্দ করি। তাঁর পেশির চোট যদি সেরে যায় এবং সে স্বাচ্ছন্দে থাকে তাহলে তাকে আমরা কাজে লাগাতে পারবো।'