আইপিএল

সাকিবের ওভার থাকতেও হরভজন কেন, মরগানের ভুল ধরলেন আকাশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:30 সোমবার, 19 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর কলকাতা নাইট রাইডার্স দলপতি ইয়ন মরগানের অধিনায়কত্ব নিয়ে কাঁটা ছেড়া করছেন অনেকে। তাদেরই একজন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।

তিনি মনে করেন এই ম্যাচে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন মরগান। এর মধ্যে একটি ১৯তম ওভারে সাকিব আল হাসানকে বোলিং না দিয়ে হরভজন সিংয়ের হাতে বল তুলে দেয়া।

সেই সময় ব্যাটিং করছিলেন এবি ডি ভিলিয়ার্স এবং কাইল জেমিসন। দুজনই ডানহাতি ব্যাটসম্যান। আকাশ মনে করেন সেই সময় সাকিবকে বোলিংয়ে আনা উচিত ছিল মরগানের।

এ ছাড়া নিজের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেয়ার পর বরুণ চক্রবর্তীকে বোলিং থেকে সরিয়ে নিয়েছিলেন মরগান। তাঁর এই সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন আকাশ।

তিনি বলেছেন, 'দুই উইকেট পাওয়ার পর বরুণ চক্রবর্তীকে সে সরিয়ে দিয়েছে এবং ফর্মের তুঙ্গে থাকা ম্যাক্সওয়েল যখন উইকেটে তখন তাকে থামানোর দরকার ছিলো। আরেকটি অবাক করা কাজ সে করেছে। সে ১৯তম ওভারে হরভজন সিংকে এনেছে।'

ইনিংসের চতুর্থ ওভারেই সাকিবকে বোলিংয়ে এনেছিলেন মরগান। সেই ওভারে তিনি খরচা করেন ৭ রান। নিজের দ্বিতীয় ওভার করতে এসে গ্লেন ম্যাক্সওয়েলের তোপের মুখে পড়েন সাকিব। সেই ওভারে ১৭ রান দেন এই বাঁহাতি স্পিনার।

এরপর সাকিবকে আর বোলিংই দেননি মরগান। আকাশ মনে করেন ১৯তম ওভারে সাকিবকেই বোলিং দেয়া উচিত ছিল। তাহলে ভিলিয়ার্স এবং জেমিসনদের ওপর চাপ প্রয়োগ করতে পারতেন তিনি।

আকাশের ভাষ্য, 'সে একজন অফ স্পিনারকে ১৯তম ওভারে বোলিং করিয়েছে যেখানে যখন ব্যাট করছে এবি ডি ভিলিয়ার্স ও কাইল জেমিসন। মানে দুজনই ডানিহাতি ব্যাটসম্যান। আমি বুঝতে পারছি তাঁর হিসাব নিকাশ একটু ভুল হয়েছে। কিন্তু সাকিবের ওভার ছিল। একজন বাঁহাতি স্পিনারের হাতে বল তুলে দেয়া দরকার ছিল যে চাপে ফেলতে পারবে।'