শ্রীলঙ্কা - বাংলাদেশ সিরিজ

ধৈর্য ধরতে বললেন শান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:37 শনিবার, 17 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকেই ব্যাট হাতে ধুঁকছেন নাজমুল হোসেন শান্ত। টিম ম্যানেজমেন্ট তিন নম্বর পজিশনে তার ওপর আস্থা রাখলেও এখন পর্যন্ত প্রতিদান দিতে পারেননি। তবে শ্রীলঙ্কার মাটিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম দিনের ব্যাটিং শেষে শান্ত জানিয়েছেন, টেস্টে সফল হতে হলে ধৈর্য ধরতে হবে।

টেস্টে বরাবরই বাংলাদেশের নাজুক অবস্থা। শ্রীলঙ্কাতেও পরিসংখ্যানটা বাংলাদেশের পক্ষে নয়। ২০১৭ সালে সর্বশেষ দেখায় বাংলাদেশ জয় পেলেও আগের কোনো ম্যাচেই জয় নেই। সেই সঙ্গে মাস দুয়েক আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশে।

যদিও শ্রীলঙ্কার মাটিতে ঘুরে দাঁড়াতে বেশ প্রত্যয়ী বাংলাদেশ। তবে সেখানে সফল হতে হলে ধৈর্য ধরতে হবে বলে জানিয়েছেন শান্ত। যারা যত বেশি ধৈর্য এবং সময় নিয়ে বোলিং ব্যাটিং করবে তারাই সফল হবে বলে মনে করেন তিনি। তবে শান্ত জানিয়েছেন, লম্বা পরিকল্পনা না করে সেশন বাই সেশন আগাতে চান।

এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘অবশ্যই টেস্ট খেলাটাই ওই রকম। আমার কাছে মনে হয় যে যত ধৈর্য্য নিয়ে সময় নিয়ে ব্যাটিং বা বোলিং করবে। সফল হওয়ার সম্ভাবনা ওই টিমেরই বেশি থাকবে। আমার মনে হয় যে অত লম্বা চিন্তা না করে আমরা যদি সেশন বাই সেশন চিন্তা করি। তাহলে আরেকটু সহজ হবে। তো ওটাই পরিকল্পনা যে আমরা কিভাবে সেশন বাই সেশন ভালো করতে পারি।’

আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচে লাল দলের হয় খেলেছেন শান্ত। যেখানে দলটির নেতৃত্ব দিচ্ছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। ৬৩ রান করে স্বেচ্ছায় তামিম মাঠ ছাড়লে তিনে ব্যাট করতে নামেন শান্ত।

এরপর সাইফ হাসানের সঙ্গে দারুণ ব্যাটিং করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। চা বিরতিতে যাওয়ার আগে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছেন বলে খুশি তিনি। শান্ত মনে করেন, এটা ধরে রাখতে পারলে টেস্ট ম্যাচে দলের জন্য ভালো হবে।

শান্ত বলেন, ‘অবশ্যই টেস্ট খেলাটাই ওই রকম। আমার কাছে মনে হয় যে যত ধৈর্য্য নিয়ে সময় নিয়ে ব্যাটিং বা বোলিং করবে। সফল হওয়ার সম্ভাবনা ওই টিমেরই বেশি থাকবে। আমার মনে হয় যে অত লম্বা চিন্তা না করে আমরা যদি সেশন বাই সেশন চিন্তা করি। তাহলে আরেকটু সহজ হবে। তো ওটাই প্ল্যান যে আমরা কীভাবে সেশন বাই সেশন ভালো করতে পারি।’