বাংলাদেশ ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে তামিম-শান্তদের ব্যাটিংয়ে সন্তুষ্ট নান্নু

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:49 শনিবার, 17 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে নিজেদের মাঝে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। দুইদিনের প্রস্তুতি ম্যাচে কাতুয়ানায়েকের চিলাউ মেরিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে প্রথম দিন ব্যাট হাতে দাপট দেখিয়েছে ব্যাটসম্যানরা।

লাল দলের হয়ে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে এদিন হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। বোলাররা কিছুটা ধুঁকলেও ব্যাটসম্যানদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন লাল দলের দুই ওপেনার তামিম ও সাইফ। এই দুজনের কাছে পাত্তা পায়নি সবুজ দলের এবাদত হোসেন ও মুকিদুল ইসলাম মুগ্ধরা। প্রথম সেশনে দুর্দান্ত হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। মধ্য বিরতির আগে ৬৩ রান করে স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন বাঁহাতি এই ওপেনার।

২৩ রানে অপরাজিত থেকে মধ্য বিরতিতে যাওয়া সাইফ ফিরেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। হাফ সেঞ্চুরি তুলে নিয়েই স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন ৫২ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান। তামিম ও সাইফ ছাড়াও এদিন হাফ সেঞ্চুরি ‍তুলে নিয়েছেন শান্ত। চা বিরতিতে যাওয়ার আগে ৫২ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যন।

ব্যাটসম্যানদের প্রশংসা করে নান্নু বলেন, ‘উইকেটের যে কন্ডিশন ছিল প্রথম ঘণ্টায় ব্যাটিং করা কঠিন ছিল। আমাদের ওপেনার তামিম, সাইফ এরা দারুণ ব্যাটিং করেছে, শান্ত, মুশফিকও দারুণ ব্যাটিং করেছে। বোলাররাও সবটা দিয়ে চেষ্টা করেছে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস এই অনুশীলন ম্যাচ থেকে আমরা যথেষ্ট ভালো কিছু ফিডব্যাক পেয়েছি। এটা আগামী দিন খেলা শেষ হওয়ার পর টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারবো।’

ব্যাটসম্যানদের আলো ছড়ানোর দিনে নিষ্প্রভ বোলাররা। প্রথম দুই সেশনে সবুজ দলকে উইকেট এনে দিতে পারেননি এবাদত, শহিদুল ইসলাম এবং শরিফুল ইসলামরা। তবে দ্বিতীয় দিন বোলাররা উইকেটের সঙ্গে মানিয়ে নেবে বলে বিশ্বাস করেন নান্নু। এ ছাড়া তিনি মনে করেন, সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচটি ভালো করতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘এখানে অনুশীলন ম্যাচে বোলারদের জন্য খুব কঠিন একটা সেশন গিয়েছে। যে উইকেট ও কন্ডিশন...বাউন্স যথেষ্ট ভালো, যেহেতু এটা অনেকটা ফ্ল্যাট ট্র্যাকের মত। হয়তো টেস্টেও এরকম কন্ডিশন হতে পারে, এই গরমের মধ্যে ভালো জায়গায় বল করা, মনোযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আগামী দিন আরও একটা দিন বাকি আছে ম্যাচ অনুশীলনে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস যে আমাদের বোলাররা খুব তাড়াতাড়ি অভ্যস্ত হতে পারবে, টেস্ট ক্রিকেটের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট কাজে লাগবে।’