টি-টোয়েন্টি বিশ্বকাপ

সঠিক পথেই আছে পকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:14 শনিবার, 17 এপ্রিল, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। সদ্য সমাপ্ত এই সিরিজে ব্যাটসম্যানরা ধারাবাহিক না হলেও পাকিস্তান দলপতি বাবর আজম মনে করেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সঠিক পথেই আছে।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে এই বিশ্ব আসরের নয় ভেন্যুর নাম প্রকাশ করেছে ভারত। বাবর মনে করেন তাঁর দলের প্রস্তুতি সঠিক পথেই এগোচ্ছে। প্রতিদিন একজন ক্রিকেটার পারফর্ম করবেন না বলেও মনে করেন তিনি।

বাবর বলেছেন, 'হ্যা আমাদের মিডল অর্ডারের পারফরম্যান্স কিছুটা হতাশাজনক এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছে না। কিন্তু ক্রিকেট একটি দলগত খেলা এবং প্রত্যেকে প্রতি ম্যাচে পারফর্ম করবে না।'

ফখর জামানের ৬০ আর মোহাম্মদ নওয়াজের অপরাজিত ২৫ রানে শেষ টি-টোয়েন্টিতে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। জয় পেলেও এই ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা সবচেয়ে বেশি চোখে লেগেছে। টপ অর্ডারের ব্যর্থতার পরও এমন জয় পাওয়ায় আনন্দিত বাবর।

তিনি বলেন, 'টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলে ঘুরে দাঁড়ানো সবসময়ই কঠিন। আমি মনে করি আমাদের একটি বড় জুটির প্রয়োজন ছিল। কিন্তু সেটা হয়নি। দক্ষিণ আফ্রিকায় দুটি সাদা বলের সিরিজ জয় দারুণ ব্যাপার। সামনে এটা আমদের আত্মবিশ্বাস যোগাবে।'

বিশ্বকাপের প্রস্তুতি প্রসঙ্গে বাবর বলেন, 'ভিন্ন কম্বিনেশনের ক্ষেত্রে সিরিজটি আমাদের অনেক সাহায্য করেছে এবং আমরা বিশ্বকাপের প্রস্তুতির সঠিক পথেই আছি। সঠিক সময়ের মধ্যে আমাদের স্কোয়াড তৈরি হয়ে যাবে এই বড় টুর্নামেন্টের জন্য।'